Advertisement
Us Bangla Airlines
শোয়েব আখতার থেকে শেখার অপেক্ষায় নাহিদ রানা

শোয়েব আখতার থেকে শেখার অপেক্ষায় নাহিদ রানা

খেলা ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৫, ২৩:৪৯

ঘণ্টায় ১৬০ কিমি গতিতে বল করার বিশ্বরেকর্ড গড়েছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। দীর্ঘদিন পার হলেও শোয়েবের এ রেকর্ড এখনো ভাঙতে পারেনি কেউ। বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি গতিতে বল করার রেকর্ড এখন নাহিদ রানার দখলে। আফগানদের সাথে ১৫০ কিমি গতিতে বল করার রেকর্ড গড়েছিলেন এই স্পিড স্টার।

গতির ঝলকে বিশ্ব ক্রিকেটে তাক লাগানো নাহিদ প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন। গতকাল (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। পিএসএলে প্রথমবার নাম দিয়েই ডাক পাওয়ায় দারুণ খুশি নাহিদ রানা।

কীভাবে এত গতিতে বল করেন নাহিদ রানা, জানালেন নিজেই

বিপিএলের রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তায় খুশির কথাও জানিয়েছেন তিনি। নাহিদ বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

তবে এখনই পিএসএল নিয়ে ভাবতে চান না নাহিদ। ডানহাতি এই পেসারের ভাবনায় আপাতত বিপিএল। এ নিয়ে নাহিদ বলেন, ‘এখনো অতদূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’

পাকিস্তানে পিএসএল খেলতে গেলে শোয়েব আখতারের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতিতে বল করার রেকর্ড (১৬১.৩ কিলোমিটার) শোয়েবের দখলেই। কিংবদন্তি গতিতারিকার সঙ্গে দেখা হলে তার কাছ থেকে শিখতে চান নাহিদ।

শোয়েব থেকে শেখার কথা জানিয়ে নাহিদ বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’ শোয়েবের রেকর্ড ভাঙতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’

এমআই