Advertisement
Us Bangla Airlines
লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের হামজা!

লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের হামজা!

খেলা ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮

বাংলাদেশের ফুটবল পাড়ায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। গেল কয়েকদিন আগে লাল-সবুজের জার্সিতে খেলার টিকিট পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম খেলতে নামবেন এ ফুটবলার।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী পরিচিত অবশ্য তার দক্ষতার গুণে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন এ ফুটবলার। তবে সবশেষ খবর হলো, ইউরোপের শীতকালীন দলবদলের মাঝে লেস্টার সিটি ছাড়তে চলেছেন বাংলাদেশের হামজা। মূলত, ক্লাবটিতে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় চলমান দলবদলে তাকে ধারে অন্য ক্লাবে পাঠানো হবে।

গুঞ্জন উঠেছে, লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমাবেন হামজা চৌধুরী। ব্রিটিশ গণমাধ্যমগুলো খবর অনুযায়ী, দলবদল নিয়ে ইতোমধ্যে দুই পক্ষের মাঝে চুক্তিটা প্রায় পাকাই হয়ে গেছে। গেল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা বেশ কিছুদিন ধরেই নজরে রেখেছিল হামজা চৌধুরীকে। চুক্তির জন্য বেশ মুখিয়েই আছে ক্লাবটি।

বাংলাদেশের হয়ে খেলার চূড়ান্ত অনুমোদন পেলেন হামজা

এদিকে চলতি সপ্তাহের এফএ কাপের ম্যাচে পুরোটা সময় সাইডবেঞ্চে বসে পার করেছেন হামজা চৌধুরী। শুধু এই ম্যাচে না, প্রিমিয়ার লিগের ম্যাচেও টিম কম্বিনেশনের কারণে হামজাকে মাঠে নামার সুযোগ দিতে পারছে না লেস্টার সিটি। তবে তুলনামূলক খর্বকার টিম শেফিল্ড ইউনাইটেডে নিয়মিত খেলার সুযোগ পাবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্ম নেয়া হামজা ক্যারিয়ারের শুরু থেকেই লেস্টার সিটিতে খেলছেন। মাঝে বিভিন্ন ক্লাবে ধারে খেললেও শৈশবের ক্লাব ছাড়েননি তিনি। এখন দেখার বিষয়, সত্যিই কি ধারে যাচ্ছেন হামজা, নাকি পুরোপুরিই ছাড়ছেন নিজের শৈশবের ক্লাব।

এমআই