
সাকিবের ডিপিএলে খেলার ঘটনায় নতুন মোড়
খেলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭
আলোচনার জন্ম দিয়েই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে সেটা আলোচনাতেই থেমে গেল, বাস্তবায়ন আর হচ্ছে না। ডিপিএলে নাম দেওয়ার একদিন পরেই তা প্রত্যাহার করেছেন সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ।
আগামী ৩ মার্চ থেকে ডিপিএলের যাত্রা শুরু হবে। এর আগে দল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছিল ক্লাবগুলো। গতকাল শনিবার এবং আজ দুই দিনব্যাপী চলছে ক্রিকেটারদের দলবদল। দল পরিবর্তনের পালাবদলে সাকিবকে দলে টেনেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শেষ পর্যন্ত বিষয়টি আর সুখকর হয়নি।
ডিপিএল থেকে নাম প্রত্যাহার করতে রূপগঞ্জ ক্লাবকে অনুরোধ করছেন সাকিব। গণমাধ্যমে দলটির হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন, উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমরা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসকে (সিসিডিএম) চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে, সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন, যখন দেশে আসবেন তখন যদি খেলতে চান, তাহলে আমরা তাকে আমাদের দলে যুক্ত করবো।’
এর আগে বিপিএলের জন্য চিটাগং কিংসে নাম লেখালেও খেলতে পারেননি সাকিব। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশেই ফিরতে পারছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে মিরপুর থেকে টেস্টকে বিদায় বলতে চেয়েও সেটি পারেননি। এর মধ্যে তার বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ এবং পরে নিষিদ্ধ হয়।
এমআই