
নাম প্রত্যাহার করলেন সাকিব, তামিমের সঙ্গে হচ্ছে না সাক্ষাৎ!
খেলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৪
ভারতের রায়পুরে বসেছে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। লিজেন্ড নাইন্টি লিগ নামের এই টুর্নামেন্টে ডাক পেয়েছিলেন বাংলাদেশের সাবেক ৪ ক্রিকেটার। তামিম-সাকিব ছাড়াও টুর্নামেন্টটিতে সুযোগ পেয়েছিলেন বিসিবি নির্বাচক আবদুর রাজ্জাক এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এদের মধ্যে তামিম, রাজ্জাক বিগ বয়েস দলের হয়ে সুযোগ পেয়েছেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল দুবাই জায়ান্টস এবং আশরাফুলকে দলে নিয়েছিল গুজরাট স্যাম্প আর্মি। গত ৭ ফেব্রুয়ারি রাজস্থান কিংসের মুখোমুখি হয় সাকিবের দল দুবাই জায়ান্টস। কিন্তু দলের একাদশে ছিলেন না বাংলাদেশের পোস্টার বয়। বিষয়টি বেশ আলোচনার জন্ম দিলেও এবার জানা গেছে ভিন্ন কথা।
অবৈধ অ্যাকশনে সম্প্রতি বোলিং নিষিদ্ধ হওয়া সাকিব ‘লিজেন্ড নাইন্টি লিগ’ টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। এমনকি টুর্নামেন্টটিতে খেলতে এসেও শেষ পর্যন্ত দলের সাথে যোগ দেননি তিনি। ভারতে যাওয়ার বদলে দুবাইয়ে এসে ফের যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন এই তারকা অলরাউন্ডার।
সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে বিগ বয়েসের হয়ে খেলবেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। বিপিএল শেষ হওয়ায় শিগগিরই ভারতে খেলতে যাওয়ার কথা রয়েছে টাইগারদের সাবেক অধিনায়কের। তাতে সাকিব-তামিমের মুখোমুখি হওয়ার একটা উপলক্ষ্য আসলেও শেষ পর্যন্ত সাকিবের নাম প্রত্যাহার করায় তা আর হচ্ছে না।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। অন্যদিকে গেল বছর টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা না দিলেও বোলিং নিষিদ্ধ হওয়ায় এই সংস্করণে অনিশ্চিত সাকিবের ভবিষ্যত ক্যারিয়ার।
এমআই