Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে খেলতে দেশে ফিরছেন সাকিব!

ডিপিএলে খেলতে দেশে ফিরছেন সাকিব!

খেলা ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তর্কসাপেক্ষে, বিপিএলের পরেই ডিপিএলের অবস্থান। আবার ওয়ানডে ফরম্যাট বিবেচনায় ডিপিএল ঘরোয়া টুর্নামেন্টের সর্বোচ্চ আসর। তবে বিপিএলের মানের তুলনায় ডিপিএলকে সেরা বলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘরের মাটিতে খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে জাতীয় দলের সাদা পোশাক থেকে বিদায় নিতে চাইলেও শেষ পর্যন্ত সেটা করতে পারেননি সাকিব। এবার সেই ডিপিএল দিয়ে সাকিবের দেশের ক্রিকেটে ফেরার গুঞ্জন ওঠেছে।

জানা গেছে, ডিপিএলের আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান। দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা। টাইগারদের সাবেক অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে সাকিব-মাশরাফি

ডিপিএলের নতুন আসরকে সামনে রেখে ক্লাবটি জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ইতোমধ্যে দলে টেনেছে। এদের মধ্যে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা উল্লেখযোগ্য নাম। এছাড়া দলটির হয়ে অধিনায়কত্ব করবেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলী।

উল্লেখ্য, আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। তার আগে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো।

এমআই