Advertisement
Us Bangla Airlines
কাউন্টি ও দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার

কাউন্টি ও দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার

খেলা ডেস্ক

২০ মার্চ ২০২৫, ২৩:৫০

পাকিস্তান সিরিজের সুখস্মৃতি নিয়ে গেল বছরের সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েছিলেন সাকিব। কিন্তু সুখটা আর শেষ পর্যন্ত সইলো না। ক্যারিয়ারের সবচেয়ে বড় কলঙ্কটা কাউন্টি থেকেই মেখেছেন সাকিব। কাউন্টি লিগের আম্পায়ারদের সন্দেহে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বোলিং নিষিদ্ধ হয়েছেন তিনি। 

এরপর দুইবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও কাজে আসেনি। তবে তৃতীয়বারে মিলেছে মুক্তি। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তারকা এই অলরাউন্ডার। ফলে সাকিবের বোলিং করা নিয়ে আর কোনো বাধা রইলো না।

বোলিং নিষেধাজ্ঞা থেকে যেভাবে মুক্তি পেলেন সাকিব

বোলিং পরীক্ষায় বৈধতা ফিরে পাওয়ার বিষয়টি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। তাতে কাউন্টি ক্রিকেট ও দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

এতে আরও বলা হয়, ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।

এর আগে বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। সেই ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেলেন সাকিব।

এমআই