
বোলিং নিষেধাজ্ঞা থেকে যেভাবে মুক্তি পেলেন সাকিব
খেলা ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৪:৫৭
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা প্রায় ১৯ বছর। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করায় দীর্ঘদিন অলরাউন্ডারের তালিকায় রাজত্ব করেছেন তিনি। এত লম্বা ক্যারিয়ারের মাঝে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ন্যূনতম সন্দেহটুকু করেনি কোনো আম্পায়ার। কিন্তু গেল বছরের সেপ্টেম্বরে সন্দেহের করাঘাতে পড়েছেন তিনি।
সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর বার্মিংহ্যামের লাফবরো ইউনিরভার্সিটির ল্যাবে পরীক্ষা দিয়ে ব্যর্থ হন সাকিব।
প্রথমবারের বোলিং পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দ্বিতীয়বার পরীক্ষা দেন এই বাঁহাতি বোলার। কিন্তু সেখানেও পাস করতে পারেননি সাকিব আল হাসান। ফলে তার বোলিং ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তাতে লঙ্কান টি-টেনেও বল করতে পারেননি তিনি।
বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সাকিব পুনরায় ফেরার মিশন শুরু করেছিলেন। ইংল্যান্ডের সেই কাউন্টি ক্লাব সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করেছেন তিনি। এবার সফল হয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। বোলিং অ্যাকশন পরীক্ষা পাস করেছেন তিনি। একইসাথে নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি পেয়েছেন এই ক্রিকেটার।
বিষয়টি নিশ্চিত করেছেন টি-টেন লিগের দল বাংলা টাইগার্স এবং ইংল্যান্ডে থাকা সাকিবের বন্ধু খাদেমুল ইসলাম। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর সাকিব এখনো ইংল্যান্ডে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় সাকিবের বল করতে আর বাধা রইলো না। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও এখন থেকে বল করতে পারবেন এই ক্রিকেটার। তবে সাকিব লাল-সবুজের জার্সি আর গায়ে চাপাবেন কি না, সেটাও অনিশ্চিত। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন থেকে অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন তিনি।
এমআই