
মাহমুদউল্লাহর অবসরে যা বললেন তামিম-সাকিব-মুশফিক-মাশরাফি
খেলা ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১৫:১২
বয়সটা ৪০ ছুঁইছুঁই। ফিটনেসটাও পক্ষে কথা বলছে না। ফিল্ডিংয়েও সেই আগের ক্ষিপ্রতা নেই। স্ট্রাইক রোটেশনে তরুণদের তুলনায় বেশ পিছিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা এক ম্যাচে তার আউট হওয়ার ধরণ ছিল দৃষ্টিকটু। এরপরই ক্রিকেটপাড়ায় ওঠেছে অবসর নেওয়ার কলরব।
এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। উভয় সময় মাঠ থেকে বিদায় নিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছিলো, ওয়ানডে ক্রিকেট ছাড়তে মাঠকেই বেছে নিবেন মাহমুদউল্লাহ। সেক্ষেত্রে আগামী পাকিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হতো তাকে। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করেননি এই অভিজ্ঞ ক্রিকেটার।
গতকাল (১২ মার্চ) সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরই সতীর্থদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সিক্ত হন তিনি। রিয়াদের এমন সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মুর্তজা।
মাহমুদউল্লাহর অবসর নিয়ে ফেসবুকে তামিম লিখেন, ‘বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্মৃতিগুলো মনে পড়বে। দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা।’
রিয়াদের অবসরে বার্তা দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
সপ্তাহখানেক আগেই ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার মুশির পথ ধরলেন মাহমুদউল্লাহ রিয়াদও। রিয়াদকে শুভেচ্ছা জানাতে গিয়ে মুশফিক বলেন, ‘আপনার সঙ্গে এত বছর মাঠে সময় কাটানো সত্যিই সম্মানের ছিল। এতদিনের পথচলায় আমাদের অগণিত স্মরণীয় মুহূর্ত এবং দিকনির্দেশনার জন্য আপনাকে ধন্যবাদ। পুরো দেশ এবং জাতির জন্য আপনি যা অর্জন করছেন তার জন্য আমি গর্বিত। মাশাল্লাহ, আপনার অবসর সময় উপভোগ করুন, রিয়াদ ভাই।’
মাহমুদউল্লাহর বিদায়ে স্মৃতিচারণ করেছিলেন বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাহমুদউল্লাহকে নিয়ে ম্যাশ লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।
মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।
ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’
এমআই