
২০ মার্চ, তামিমের সঙ্গে যেভাবে জড়িয়ে গেলেন সাকিব!
খেলা ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৯:১৬
বাংলাদেশের ক্রিকেটে সাকিব-তামিমের বন্ধুত্বের গল্পটা পুরনো। ক্যারিয়ারের মাঝামাঝিতে ট্যুর, ডিনার, প্র্যাকটিস- সবকিছুই একত্রে করতেন দুই বন্ধু। দুজনের বন্ধুত্বের সর্ম্পকটাও ক্রিকেট পাড়ায় ছিল ওপেন সিক্রেট। এছাড়া বিভিন্ন টিভি শো, সামাজিক মাধ্যমেও নিজেদের সম্পর্ক নিয়ে বারবার সুখবর জানিয়েছেন বাংলাদেশের দুই তারকা।
সময় বাড়তেই দুজনের সর্ম্পকে ছিড় ধরে, তিক্ত হয়ে ওঠে সাকিব-তামিম সম্পর্ক। একসাথে হাঁটতে হাঁটতে দুই বন্ধুর আর দীর্ঘপথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা হয় না। এমনকি ড্রেসিংরুমে দুজন দুজনের মুখোমুখি হতেন না বলেও চাউর ওঠেছে। গণমাধ্যমে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের খবর প্রকাশ্যে আসায় বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে।
সাকিব-তামিমের সম্পর্কের তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায় ২০২৩ বিশ্বকাপে। সেবার দলের অবধারিত সদস্য হিসেবে তামিমের ভারতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তার নাম স্কোয়াডে রাখেনি বিসিবি। তামিমের না থাকা নিয়ে সাকিব জানিয়েছিলেন, ‘আনফিট খেলোয়াড় বলেই তাকে নেওয়া হয়নি।’ অবশ্য সেই বক্তব্যের আগে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন তামিমও।
এরপরই উভয় ক্রিকেটারের সর্ম্পকটা সাপে-নেউলে পরিণত হয়। যার বহিঃপ্রকাশের দেখা মিলে ২০২৪ বিপিএলেও। ওয়ানডে বিশ্বকাপের একাদশ থেকে বাদ পড়ার পর আর জাতীয় দলে ফিরেননি তামিম ইকবাল। গেল বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। এরপর বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়েন এই বাঁহাতি অলরাউন্ডার।
পরপর তিনবার বোলিং পরীক্ষা দেওয়ার পর উর্ত্তীণ হন সাকিব। আজ ভোরে নিষেধাজ্ঞার কবল থেকে তার মুক্তি পাওয়ার খবর এসেছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটসহ বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পারবেন তিনি। সাকিবের নিষেধাজ্ঞা রহিত হওয়ার খবর এমন দিনে সামনে আসলো, যেদিন তামিম ইকবালের জন্মদিন। তাতে সুখবরের সূত্রে এবার একত্রিত হয়েছেন দুই পুরনো বন্ধু।
চলতি বছর বাংলাদেশের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। তবে নিজের নামের সঙ্গে রেখে গেছেন বহু কীর্তি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ক্রিকেটার। এছাড়া টাইগারদের হয়ে সবচেয়ে বেশি শতক (২৫), সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে তামিমের দখলে।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকানোর একমাত্র রেকর্ড তামিমের দখলে। পাশাপাশি নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে রান, ৫০ ওভারের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটিতে নাম রয়েছে তামিমের।
এমআই