
বুলবুলের কাউন্সিলর অনুমোদন, ফেরার সুযোগ নেই ফারুকের?
খেলা ডেস্ক
৩০ মে ২০২৫, ১২:২০
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তনের হাওয়া লেগেছে। দীর্ঘ সময় রাজত্ব করা নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে তাকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়ে দেওয়া হয়।
নয় মাস দায়িত্ব পালনকালে ফারুকের নামে একের পর এক অনিয়মের ফিরিস্তি ফুটে ওঠেছে। সরকারের আস্থা রাখতে না পারায় গতকাল ফারুকের কাউন্সিলরশিপ বাতিল করে এনএসসি। একইসঙ্গে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়। যার অনুমোদন দিয়েছে বিসিবি।
বুলবুলের কাউন্সিলর অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির এক সিনিয়র পরিচালক।
তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত আমরা হাতে পেয়েছি তাতে বোর্ডের সকল পরিচালকের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে একজন কাউন্সিলর অনুমোদন ও প্রত্যাহার করা হয়েছে আরেকজনকে (ফারুক আহমেদ)। যেহেতু পরবর্তী পদক্ষেপ নির্বাচন, অতিসত্বর বোর্ড সভাপতি ঘোষণা করা হবে। সম্ভবত (আজ) বিকেলেই তা সম্পন্ন হবে।’
বিসিবি পরিচালকদের এই সভায় আকরাম খানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন আট পরিচালক। সেখানে বর্তমান বোর্ড পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি কেবল আকরাম খান।
এদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে প্রথমে পরিচালক হতে হয়। পরিচালক হতে হলে কাউন্সিলরশিপ প্রয়োজন হয়। ফারুক আহমেদের কাউন্সিলরশিপ বাতিল করায় নিয়ম মোতাবেক তিনি আর বিসিবির সভাপতি পদে থাকতে পারবেন না। তাতে আনুষ্ঠানিক পদত্যাগ না করলেও ফারুককে জোরপূর্বক সরে যেতে হচ্ছে।
এমআই