Advertisement
Us Bangla Airlines
লভ্যাংশ পাচ্ছে বিপিএলের দলগুলো, মানতে হবে যে শর্ত

লভ্যাংশ পাচ্ছে বিপিএলের দলগুলো, মানতে হবে যে শর্ত

খেলা ডেস্ক

২৭ মে ২০২৫, ১২:৫৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়ের অংশ থেকে লভ্যাংশ পেতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার দলগুলোর দাবিতে সায় দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল আসরে বিপিএলের রেকর্ডসংখ্যক টিকেট বিক্রির আয় থেকে দলগুলোকে লভ্যাংশ দেবে ফারুক আহমেদের বোর্ড।

কোন দলকে কত টাকা দেওয়া হবে, তা ইতোমধ্যে চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। আসন্ন ঈদুল আজহার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই অর্থ দেওয়া হবে জানিয়েছে বিসিবির একটি সূত্র। তবে বিসিবি থেকে লভ্যাংশের টাকা পেতে দলগুলোকে শর্ত পূরণ করতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা।

লভ্যাংশের জন্য বিসিবির শর্ত হলো- ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রাখা যাবে না। ক্রিকেটারদের চুক্তির সব টাকা পরিশোধসাপেক্ষে লভ্যাংশের টাকা পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বিসিবি জানায়, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় ঠিক করা হয়েছে দলগুলোকে প্রদেয় অর্থের পরিমাণ। প্লে-অফে ওঠা চার দলের জন্য বরাদ্দ ৫৫ লাখ টাকা করে, অন্য তিন দলের জন্য ৪৫ লাখ টাকা করে। সব মিলিয়ে দলগুলির জন্য বরাদ্দ ৩ কোটি ৫৫ লাখ টাকা।

এদিকে বিপিএলের চলতি মৌসুমে টিকেট বিক্রি ও টিকেটের স্বত্ব বিক্রি মিলিয়ে মোট সোয়া ১৩ কোটি টাকার মতো আয় হয়েছে। বিপিএল শেষেই বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই অর্থ থেকে ফ্র্যাঞ্চাইজিদের প্রথমবারের মতো লভ্যাংশ দেবে বিসিবি।

এদিকে বিপিএল শেষ হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও এখনো ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়নি দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস। এসব দলের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআই