Advertisement
Us Bangla Airlines
বিপিএলে টিকিট বিক্রির রেকর্ড, কত টাকা আয় বিসিবির

বিপিএলে টিকিট বিক্রির রেকর্ড, কত টাকা আয় বিসিবির

খেলা ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৪

পরিবর্তনের স্লোগান নিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর সমালোচনা আর বিতর্কে শেষ হয়েছে। মাঠের বাইরে সমালোচনার মিলন মেলার মাঝে বাইশ গজে দেখা গিয়েছিল রানের পসরা। এবারের মৌসুমে মোট ১১ ইনিংসে দুই শতাধিকের বেশি রানের ইনিংস দেখেছে ক্রিকেট ভক্তরা। পাশাপাশি রান বন্যায় বিপিএলে রেকর্ডবুক তছনছ করে দিয়েছে ক্রিকেটাররা।

মাঠে রানে দেখা মেলায় বিপিএলের শুরু থেকেই দেখা গিয়েছিল দর্শকদের উন্মাদনা। টিকিটের অভাবে স্টেডিয়াম পাড়ায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এমনকি ফাইনাল ম্যাচে গ্যালারি ভর্তি হওয়ার পরেও মিরপুর স্টেডিয়ামের বাইরে হাহাকার করেছিল হাজার-হাজার দর্শক। অব্যবস্থাপনা, বিতর্ক এবং সমালোচনার ইস্যু ছাড়িয়ে শেষবেলায় পকেট ভারী হচ্ছে বিসিবির।

বিপিএলের ইতিহাসে টিকিট বিক্রি করে সর্বোচ্চ আয় ছিল চার কোটি টাকা। এবার তা আড়াই গুণ বেড়েছে। টিকিট বিক্রি করে যা বিপিএলের এযাবৎকালের সর্বোচ্চ উপার্জন। একাদশ আসরে টিকিট বাবদ কত টাকা ঢুকেছে বিসিবির পকেটে, সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু।

টিকিট বিক্রি করে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ আয় বিসিবির

গণমাধ্যমে ইফতেখার আহমেদ বলেন, ‘আগের বিপিএলগুলোর সঙ্গে তুলনা করলে, এবার দর্শক বেশি হয়েছে। বিপিএল এবার টিকিট থেকে আয় করেছে ১২ কোটি টাকার মতো, যেটা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তিনটি ভেন্যুতেই দর্শক ভরপুর ছিল। মাঠে রানও হয়েছে। কয়েকটি ঘটনা ছাড়া এবারের বিপিএল অন্যবারের চেয়ে এগিয়ে ছিল।’

উল্লেখ্য, পরিবর্তনের বিপিএলে টিকিটিং সিস্টেমে পরিবর্তন এনেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিজিটাল পদ্ধতিতে ৬০ শতাংশ টিকিটি বিক্রি করেছিল বিসিবি। অনলাইনে টিকিটের ব্যবস্থা করায় কালোবাজারিতে যেমন ধস পড়েছে, তেমনি দর্শকেরা ন্যায্য দামে ঘরে বসে টিকিট সংগ্রহ করতে পেরেছে। তাতেই টিকিট থেকে উপার্জনের রেকর্ড গড়েছে বিপিএল।

এমআই