
পুনরায় বার্সায় ফিরছেন নেইমার, গুঞ্জনের নেপথ্যে কী?
খেলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩
রেকর্ড বেতনে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিয়েছিলেন নেইমার দ্য জুনিয়র। কিন্তু ইনজুরির কারণে দলটির হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। দেড় বছরে মাত্র ৭ ম্যাচ খেলে ক্লাবটির সাথে সর্ম্পকে ইতি টেনেছেন এই ব্রাজিলিয়ান তারকা। সেখানে নেইমার থেকে মাত্র ১ গোলের আউটপুট পেয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল।
সৌদি ছেড়ে নেইমার কোথায় পাড়ি জমাবেন, সেটা নিয়ে আগেভাগেই গুঞ্জন উঠেছিল ফুটবল পাড়ায়। সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে নেইমার পাড়ি জমিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে। মাত্র ৬ মাসের জন্য ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়ে ইতোমধ্যে তিন ম্যাচ খেলেছেন নেইমার। যদিও সেই ম্যাচগুলোতে আহামরি কিছু করতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা।
নেইমারকে নিয়ে আবারও গুঞ্জন রটেছে ক্রীড়াঙ্গনে। সান্তোস ছেড়ে নেইমার ফিরছেন নিজের ক্যারিয়ারের সেরা ক্লাব বার্সোলোনায়। ইউরোপের ফুটবল ক্লাবে নেইমারের ফেরার গল্প জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। দলবদলের খবরের জন্য এই সাংবাদিক ফুটবল পাড়ায় পরিচিত নাম।
Neymar can WAIT for BARÇA as his only priority is RETURNING as free agent, reports Cope.
Posted by Fabrizio Romano on Friday, February 14, 2025
সামাজিক মাধ্যমে নেইমারের বার্সা ফেরা নিয়ে দুইটি পোস্ট করেন রোমানো। একটি পোস্টে নেইমার ও লামিনে ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টোমুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না?’
নেইমারকে নিয়ে রোমানোর পরের পোস্ট আরও অর্থবোধক। বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করে রোমানো ক্যাপশনে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’
নেইমারের দল পরিবর্তনের গুঞ্জনটি আরও জোরালো করেছে স্পেনের রেডিও কাদেনা কোপ। এই সংবাদ পরিবেশকের দাবি, সান্তোসে ফিরে নেইমার সেই সময়ে ফিরতে চান ‘যেখানে তিনি পুরো বিশ্বের চোখে বিস্ময় জাগাতে শুরু করেন। তেমনই কিছু একটা।’ ব্রাজিলিয়ান ফুটবল ছন্দে ফিরে এমন সুখ্যাতি ফেরাতে চান, যার মাধ্যমে ২০১৩ সালের মতো করে ফের বার্সায় যোগ দিতে পারেন। বার্সা ও পিএসজির সাবেক এই তারকার এমন কৌশল মূলত সৌদি আরবে গিয়ে হারানো খ্যাতি ফিরিয়ে আনা।
উল্লেখ্য, আল হিলালে যোগ দেওয়ার পর ৭ ম্যাচে মাত্র ১ গোল করেছিলেন নেইমার। ইনজুরির কারণে এই ফুটবলারের পারফরম্যান্স এখন তলানিতে বলা চলে। সান্তোসে ফিরেও বিশেষ কোন ঝলক দেখাতে পারেননি নেইমার। তবে এই ক্লাবে নিজের দক্ষতা দেখিয়ে ইউরোপের ফুটবল ক্লাবে ফেরা অবিশ্বাস্য কিছু নয়।
— Transfer News Live (@DeadlineDayLive) February 14, 2025
এর আগে ২০১৩ সালে বার্সায় যোগ দেওয়ার আগে নেইমার সান্তোসে বেশ ঝলক দেখিয়েছিলেন। পুনরায় সান্তোসের মাটিতে কাঁপন ধরিয়ে ইউরোপীয়ান ফুটবল ক্লাবে ফিরতে পারেন তিনি। তবে ফেরার দলটি বার্সা হওয়ার কারণ রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে লেফট উইঙ্গার কিনতে চায় বার্সা। তাতে দুই দুইয়ে চার মিলে গেলে শেষমেশ নেইমারকে হয়তো বার্সায় দেখাও যেতে পারে।
এমআই