Advertisement
Us Bangla Airlines
মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন কি নেইমার, যা বললেন মায়ামি কোচ

মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন কি নেইমার, যা বললেন মায়ামি কোচ

খেলা ডেস্ক

১১ জানুয়ারি ২০২৫, ১৮:২৫

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলেছিলেন ফুটবল বিশ্বের বড় বিজ্ঞাপন লিওনেল মেসি। কালের পরিক্রমায় মেসির সাথে যোগ দিয়েছিলেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেস এবং ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ফুটবল জগতের সেরা তিন তারকাকে একসাথে খেলতে দেখেছেন ভক্তরা। বার্সেলোনার হয়ে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত একত্রে তিনটি মৌসুম খেলেছেন সুয়ারেজ, নেইমার ও মেসি।

ফুটবল ইতিহাসের সেরা আক্রমণভাগের ইতি ঘটে নেইমারের ক্লাব পরিবর্তনের মাধ্যমে। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ২০২০ সালে বার্সা ছাড়েন উরুগুয়ের লুইস সুয়ারেস। মেসিও থাকেননি বেশিদিন। বছরখানেক পর, ২০২১ সালে কাতালান দলটিকে গুড বাই বলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

বার্সা ছেড়ে মেসি পাড়ি জমিয়েছিলেন লীগ ওয়ানের ক্লাব পিএসজিতে। সেখানে গিয়ে সাবেক বার্সা সতীর্থ নেইমারের সাথে খেলেছেন বেশ কিছু ম্যাচ। কিন্তু সেই পিএসজি ছেড়ে নেইমার যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। পিএসজি ছাড়া মেসির গন্তব্য অবশ্য যুক্তরাষ্ট্রে। ইন্টার মায়ামি ফুটবল ক্লাবের হয়ে বর্তমানে সবুজ গালিচা চষে বেড়াচ্ছেন ৩৭ বছর বয়সী এ ফুটবলার।

যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে মেসি যোগ দেন ২০২৩ সালে। সে বছরই ২২ ডিসেম্বর মায়ামি জানায়, ২০২৪ সালের মৌসুম থেকে মায়ামির হয়ে খেলবেন উরুগুয়ে তারকা সুয়ারেজ। গত এক বছর ইন্টার মায়ামির আক্রমণভাগে জুটি বেঁধে খেলছেন এ দুজন। মায়ামির একাদশে ‘ত্রিফলা’ আক্রমণের শুধু বাদ নেইমার। তবে গুঞ্জন উঠেছিল, আল হিলাল ছেড়ে মায়ামাতি যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা।

সৌদি ছেড়ে ইন্টার মিয়ামিতে যাচ্ছেন নেইমার!

নেইমারের মায়ামিতে যাওয়ার গুঞ্জন তিনি নিজেই আরও জোরালো করেছেন। সম্প্রতি সিএনএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি-সুয়ারেজের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে নেইমার বলেন, ‘মেসি-সুয়ারেজ আমার বন্ধু। অবশ্যই, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অবিশ্বাস্য। আমাদের ত্রয়ী (আক্রমণভাগ) পুনর্জীবিত করাটা হবে আকর্ষণীয় ব্যাপার। যদিও আল হিলালে আমি বেশ সুখেই আছি। কিন্তু কে জানে, ফুটবল তো বিস্ময়ে ভরপুর।’

নেইমারের এমন মন্তব্যে ফুটবল পাড়ায় বড় শোরগোলের সৃষ্টি হয়। চলতি বছর আল হিলালের সাথে চুক্তি শেষ হতে যাওয়া নেইমার কি তবে আবার ক্লাব পরিবর্তন করছেন? গন্তব্য কি মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি? এতসব গুঞ্জনের মাঝে এ বিষয়ে মুখ খুলেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ হ্যাভিয়ের মাসচেরানো। 

এমএলএস মিডিয়া ইভেন্টে দেয়া সাক্ষাৎকারে ইন্টার মায়ামিতে নেইমারের যোগ দেয়া একেবারেই অসম্ভব বলে জানান তিনি। মূলত উচ্চ বেতনের নেইমারকে দলে ভেড়াতে হলে ইন্টার মায়ামিকে ছাড়তে হবে বেশ কয়েকজন ফুটবলার, যা ক্লাবটির পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। মাসচেরানো বলেন, ‘নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। বিশ্বের সব দল তাকে চায়। কিন্তু এই মুহূর্তে এমএলএসের বেতন সংক্রান্ত নিয়ম আপনারা জানেন। ফলে এখন তাকে নিয়ে ভাবা অসম্ভব।’
 
নেইমারের মায়ামিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সুয়ারেজও। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে নেইমার কেমন সেটা সবাই জানে। একসঙ্গে আমরা কি করেছি তাও সবার জানা। তার মতো ফুটবলার দলে দলের মান অনেকটাই বাড়িয়ে দেয়। তবে এখন আমরা ভিন্ন এক যুগে আছি। তখনকার সময়ের চেয়ে এখন আমরা অনেক বুড়ো। সে যেমনটা বলেছে এবং সবাই যেমন বলে, ফুটবলে যেকোনো কিছু হতে পারে। আশা এবং প্রত্যাশা সব সময় থাকে। কিন্তু এসবকে বাস্তবায়ন করা জটিল এবং কঠিন।’

এমআই