
স্কোরারদের প্রথমবারের মতো বেতনের আওতায় আনল বিসিবি
খেলা ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১৬:০০
দেশের ক্রিকেটের উন্নয়নে কোচ, খেলোয়াড়, আম্পায়ারদের বেতন বাড়ানোর কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি আম্পায়ারদের বেতন বাড়িয়ে নতুন কাঠামো ঘোষণা করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। একইদিনে ক্রিকেট স্কোরারদের প্রথমবারের মতো বেতনের আওতায় আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের সূচনালগ্ন থেকেই স্কোরাররা মাঠের বাইরে থেকে নীরবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৭০ এর দশক থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে স্কোরিংয়ের মাধ্যমে তারা রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। আধুনিক প্রযুক্তিনির্ভর ক্রিকেটীয় ওয়েবসাইট আসার আগে রেকর্ড, পরিসংখ্যানে একমাত্র উৎস ছিল এই স্কোরাররা।
বিসিবি স্কোরারদের এতদিন শুধুমাত্র ম্যাচ ফি প্রদান করলেও তাদের জন্য ছিল না কোনো মাসিক বেতন বা ভাতা। অবশেষে এসব স্কোরারদের মাসিক বেতন কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ক্রিকেট বোর্ডের সর্বশেষ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে আটজন স্কোরারকে মাসিক ২০ হাজার টাকা বেতন প্রদান করা হবে। বেতন কাঠামোর অন্তর্ভুক্ত এই আটজন স্কোরার হলেন- হাবিবউল্লাহ, মোস্তাফিজুর রহমান টিটু, মিজানুর রহমান, বশির উদ্দীন, নজরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জে আর মল্লিক জনি ও নুর আলম।
এমআই