
১২ ম্যাচেই ছক্কার সেঞ্চুরি, তামিম-ইমনদের ব্যাটিংয়ে রেকর্ডের ঝড়!
খেলা ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৫:০৬
টি-টোয়েন্টিতে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরণ বরাবরই মন্থর গতি। অল্প রান আর টিকে থাকার সংগ্রহই বাংলাদেশের সম্বল ছিল। যেখানে বোলারদের কল্যাণে টাইগারদের কুড়ি ওভারের ম্যাচ জেতার রেকর্ড বেশি। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরণে সম্প্রতি বেশ পরিবর্তন এসেছে। যেখানে সবচেয়ে বেশি অবদান দলের দুই ওপেনারের।
টি-টোয়েন্টিতে চলতি বছরে ১২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এতেই মোট ১০০টি ছক্কা হাঁকিয়েছে টাইগার ব্যাটাররা। দলের ছক্কার সেঞ্চুরিতে বড় অবদান বাংলাদেশের দুই ওপেনারের। বিশ ওভারের ক্রিকেটে ওপেনিং করা তানজিদ তামিম ও পারভেজ ইমন চলতি বছরে ৪১টি ছক্কা মেরেছেন, যা মোট ছক্কার ৪১ শতাংশ।
ব্যাট হাতে ছক্কার ঝড় তুলেছেন ফিনিশিং রোলে খেলা জাকের আলী অনিক। ডানহাতি এই ব্যাটার চারের তুলনায় ছক্কা মারতেই বেশি ভালোবাসেন। টি-টোয়েন্টিতে চলতি বছরে ৮ চারের বিপরীতে ১৫টি ছক্কা মেরেছেন জাকের আলী। এ ছাড়া বাকি ৪৪টি ছক্কা লিটন, হৃদয়, শামীম, তানজিমসহ বাকি ব্যাটাররা হাঁকিয়েছেন।
তামিম-পারভেজের ঝোড়ো ব্যাটিংয়ে চলতি বছরে প্রথম দল হিসেবে ছক্কার শতক করলো বাংলাদেশ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, এখন পর্যন্ত ৮৪টি ছক্কা মেরেছে পাকিস্তানি ব্যাটাররা। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ছক্কা ৭৮টি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ৭৬ ও ইংল্যান্ড ৬২ ছক্কা হাঁকিয়ে পরবর্তী তালিকায় অবস্থান করছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ ২১টি ছক্কা হাঁকিয়েছেন দুই ব্যাটার। ২০২৪ সালে বিশ ওভারের ক্রিকেটে ২১টি ছয় মেরেছেন জাকের আলী ও তাওহীদ হৃদয়। চলতি বছরে ১১ ম্যাচ খেলেই ২১টি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ, ১০ ম্যাচে ২০ ছক্কা মেরেছেন পারভেজ। নতুন রেকর্ডে নাম লেখাতে সামান্য দূরত্বে এই দুই ওপেনার।
২০২৫ সালে কোন দেশ কত ছক্কা মেরেছে?
দেশ | ছক্কা |
বাংলাদেশ | ১০০টি |
পাকিস্তান | ৮৪টি |
নিউজিল্যান্ড | ৭টি |
ওয়েস্ট ইন্ডিজ | ৭৬টি |
ইংল্যান্ড | ৬২টি |
এমআই