Advertisement
Us Bangla Airlines
মাইলস্টোনে হতাহতদের টিকিট বিক্রির টাকা দেবে বিসিবি

মাইলস্টোনে হতাহতদের টিকিট বিক্রির টাকা দেবে বিসিবি

খেলা ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ১৮:২৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মিরপুরে বোলিং করছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে জিততে পারলে একাধিক মাইলফলকেও নাম লেখাবে টাইগাররা। তবে ম্যাচের নামার আগে নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাজধানীর উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতদের টাকা দেবে বিসিবি।

দেশের ক্রিকেট বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সিরিজের শেষ ম্যাচের টিকিট বিক্রির টাকা মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের ও শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে সহায়তার জন্য দেওয়া হবে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সংহতি ও স্মরণের অংশ হিসেবে বিসিবি সম্পূর্ণ অর্থ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সহায়তার জন্য দিচ্ছে। 

বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ক্রিকেট বাংলাদেশে খেলার চেয়েও বেশি কিছু। এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক এবং স্মরণের এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। তাতে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে ৩৪ জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিন শতাধিক ভুক্তভোগী।

এমআই