Advertisement
Us Bangla Airlines
সাকিবকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজের যত উইকেট প্রয়োজন

সাকিবকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজের যত উইকেট প্রয়োজন

খেলা ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ১৭:৫৮

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার পাকিস্তান মিশনে নামছে বাংলাদেশ দল। মিরপুরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পাকিস্তান মিশন শুরু হবে। আগামী ২৪ জুলাই শেষ ম্যাচের মাধ্যমে সিরিজের পর্দা নামবে।

তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশের স্কোয়াডের অবধারিত নাম মোস্তাফিজুর রহমান। নিচু ও মন্থর পিচে বিশ্বের অন্যতম কার্যকরী পেসার মোস্তাফিজ। ব্যাটারদের কাটার ও স্লোয়ারে বড় পরীক্ষা নিয়ে থাকেন এই বাঁহাতি। মিরপুরের মন্থর পিচেও দুর্দান্ত রেকর্ড রয়েছে মোস্তাফিজের। এবার হাতছানি দিচ্ছে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার।

টি-টোয়েন্টি ফরম্যাটে মিরপুরের মাটিতে ৩৪ ইনিংস বল করেছেন সাকিব আল হাসান। তাতে ১৮ গড়ে এবং ৭-এর কম ইকোনমিতে ৪৫ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কুড়ি ওভারের ক্রিকেটে এই ভেন্যুতে উইকেট তোলায় সাকিবের পরেই আছেন মোস্তাফিজ। তার উইকেটের সংখ্যা ৪৩টি।

সাকিবকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজের প্রয়োজন যত উইকেট

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩টি উইকেট তুললেই সাকিবকে ছাড়িয়ে যাবেন কাটার মাস্টার। মিরপুরের পিচ বিবেচনায় এমন কাজ মোস্তাফিজের জন্য সহজই হওয়ার কথা।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে জাফরি ভেন্ডারসের উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ম সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নাম লিখিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ১৪ উইকেট পেলে এ তালিকায় সাকিবকে ছাড়িয়ে তৃতীয় হবেন মোস্তাফিজুর রহমান।

এমআই