
ম্যাক্স সিক্সটি লিগে সাকিবদের খেলা কবে-কখন?
খেলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ২০:২৮
সাকিব আল হাসান যেন সুপারম্যান। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) গতকালই রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছেন। আজ (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নতুন টুর্নামেন্টে মাঠে নামছেন তিনি। ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে মিয়ামি ব্লেজের জার্সিতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। দলটির অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ ব্যস্ত সময় পার করছেন সাকিব। দুবাই ক্যাপিটালসের জার্সিতে জিএসএলে খেলেছেন চার ম্যাচ। টুর্নামেন্টে ব্যাটে-বলে পারফর্ম করে হয়েছেন ম্যাচসেরাও। এর আগে খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। যেখানে শিরোপা জিতেছে তার ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।
এদিকে দশ ওভারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব। বোকা রাটন ট্রেইলব্লেজার্সের মুখোমুখি হবে তার দল মিয়ামি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। এরপর বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে আবারও মাঠে নামবেন এই অলরাউন্ডার। যেখানে তার দলের প্রতিপক্ষ ফ্লোরিডা লায়নস।
এরপর ধারাবাহিকভাবে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিনই ম্যাচ রয়েছে সাকিবদের। ৭ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৩ জুলাই। ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগ শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাবেন সাকিব আল হাসান। অ্যান্টিগা এন্ড বার্মুডা ফ্যালকনস দলের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।
একনজরে ম্যাক্স সিক্সটি লিগে সাকিবদের সূচি
তারিখ | প্রতিপক্ষ দল | সময় |
---|---|---|
১৭ জুলাই | বোকা রাটন ট্রেইলব্লেজার্স | রাত ৯:০০টা |
১৮ জুলাই | ফ্লোরিডা লায়নস | রাত ১:১৫টা |
১৮ জুলাই | কেম্যান ফ্যালকনস | সন্ধ্যা ৭:০০টা |
১৯ জুলাই | ভেগাস ভাইকিংস | সন্ধ্যা ৭:০০টা |
২০ জুলাই | কেম্যান বে স্ট্রিংগেস | রাত ১:১৫টা |
২১ জুলাই | বোকা রাটন ট্রেইলব্লেজার্স | রাত ৩:১৫টা |
২২ জুলাই | ফ্লোরিডা লায়নস | সন্ধ্যা ৭:০০টা |
২২ জুলাই | ক্যারিবিয়ান টাইগার্স | রাত ১:১৫টা |
এমআই