Advertisement
Us Bangla Airlines
সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন, যা জানালেন বিসিবি সভাপতি

সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন, যা জানালেন বিসিবি সভাপতি

খেলা ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ১৭:১৩

গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ৫৮ রান এবং বল হাতে ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। সাকিব এমন সময় ব্যাটে-বলে জ্বলে ওঠলেন, যখন বাংলাদেশ একজন অলরাউন্ডারের অভাবে ভুগছে।

সাকিবের এমন পারফর্মের পর গত শনিবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। দলের নির্বাচক ও ম্যানেজম্যান্টের প্রয়োজন ও নির্বাচনের ভিত্তিতে তিনি পুনরায় জাতীয় দলের স্কোয়াডে ফিরতে পারেন।

বিসিবি পরিচালকের সেই বক্তব্যকে ঘিরে গুঞ্জন ওঠেছে, জাতীয় দলের জার্সিতে শিগগিরই ফিরছেন সাকিব আল হাসান। দেশের পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত তিনি বিদেশি সিরিজ খেলবেন। এ বিষয়ে বিসিবির সঙ্গে সাকিবের আলোচনা হয়েছে বলে সামাজিকমাধ্যম সয়লাব হয়েছিল।

ব্যাটে ৫৮ রান, বলে ৪ উইকেট নিয়ে যা বললেন সাকিব 

বিষয়ের সত্যতা জানতে আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হয়। সাকিবের দলে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘না, না (সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে) এ ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি (সাকিবের ফেরার বিষয়ে)। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনা (ক্রিকেটের বাইরের) গেল দুই বছর ধরেই চলছে। তবে আমি তো বোর্ডের সভাপতি, সেই হিসেবে এমন কোনো তথ্য আমার জানা নেই।’

জাতীয় দলে সাকিবের ফেরা যে নেহায়েত গুঞ্জন, তা আলাদা করে বলার অবকাশ নেই। গুঞ্জন উৎস গ্লোবাল সুপার লিগে সাকিবের জ্বলে ওঠা পারফর্ম। তবে টুর্নামেন্টের পরবর্তী দুই ম্যাচে বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি সাকিব আল হাসান। তাতে জয়ের দেখাও পায়নি তার দল দুবাই ক্যাপিটালস।

এমআই