
টি-টোয়েন্টিতে ‘দ্বিতীয় সর্বোচ্চ’ রান সংগ্রাহক সাকিব!
খেলা ডেস্ক
২৮ জুন ২০২৫, ২০:৫০
বাংলাদেশের পোস্টার বয় ক্রিকেটের সব সংস্করণে স্বাক্ষর রেখেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে আলাদা দক্ষতার কারণে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও বিশ ওভারের সংস্করণে নজরকাড়া অর্জন রয়েছে তাঁর। এমনকি বিস্ময়কর এক রেকর্ডে দ্বিতীয়স্থানে রয়েছেন এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। তাতে ২ হাজারের বেশি রান করেছেন তিনি। কিন্তু এই ফরম্যাটে কখনোই শতক হাঁকাতে পারেননি সাকিব আল হাসান। বিশ ওভারের ক্রিকেটে কোনো শতক না করেও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব।
এই তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫৭৫ রান করেছেন তিনি। যেখানে ২৫৫১ রান করেই থেমেছে সাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার।
উইলিয়ামসন-সাকিব ছাড়াও এই তালিকায় রয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫১৪ রান করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ২৪৫৮ রান এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ ২৪৪৪ করে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন।
এমআই