
৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন কারা, জানালেন লারা
খেলা ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ২০:২৯
সাদা পোশাকের ক্রিকেটে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রান করেছিলেন ব্রায়ান লারা। বিশ্বরেকর্ড গড়ার ২১ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত লারার রেকর্ড ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার। গতকাল উইয়ান মুল্ডারের সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও তিনি মাইলফলক ছোঁয়া থেকে সরে দাঁড়ান।
জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। মাত্র ৩৪ রান করলেই টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড দখল করতে পারতেন তিনি। তবে কিংবদন্তির লারার নামে এই রেকর্ড অক্ষত থাকতে তিনি স্বেচ্ছায় এমন মাইলফলক ছোঁয়া থেকে বিরত থাকেন।
সাদা পোশাকে ৪০০ রান করার এই রেকর্ড যে স্থায়ী হবে না, এটা মানছেন ব্রায়ান লারা। একইসাথে তার রেকর্ড ভাঙার মতো দুইজন ক্রিকেটারের নামও জানিয়েছেন তিনি। গতকাল মুল্ডারের ইনিংস দেখার পর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থারটন এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকারে আর্থারটন বলেছেন, ‘আমি লারাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি মনে কর, তোমার রেকর্ড কেউ ভাঙতে পারবে? লারা বলেছিল, কেউ না কেউ ঠিক ভেঙে দেবে। কারণ এখনকার ব্যাটারেরা দ্রুত রান তুলতে পারে।’
‘লারার উত্তর শুনে জিজ্ঞাসা করেছিলাম, তোমার মতে কে হতে পারে সেই ক্রিকেটার? লারা দু’জনকে বেছে নিয়েছিল সম্ভাব্য হিসাবে। যশস্বী জয়সোয়াল এবং হ্যারি ব্রুকের কথা বলেছিল। লারা মনে করে এই দুইজনের একজন ওর সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড ভেঙে দেবে।’- যোগ করেন আর্থারটন।
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক ইতোমধ্যে তিনশোর ঘর পাড়ি দিয়েছেন। জয়সোয়ালও ইতোমধ্যে ডাবল হান্ড্রেড করেছেন। তবে কি শিগগিরই ব্রায়ান লারার রেকর্ড ভাঙা হচ্ছে! প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার দয়া দেখালেও এই রেকর্ড ছুঁতে বাকি ক্রিকেটাররা নিশ্চয়ই পিছপা হবেন না।
এমআই