
হিজাব পরায় মাঠে হেনস্তার শিকার উসমান খাজার মা
খেলা ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩
ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে যখন সবাই মাঠজুড়ে উল্লাসে মাতোয়ারা, তখন একজন মা বসে ছিলেন গ্যালারিতে—নিজের ছেলেকে ব্যাট করতে দেখছেন, গর্বে চোখ টলমল। কিন্তু মুহূর্তেই সেই দৃশ্য বদলে গেল ঘৃণায়। কারণ তিনি হিজাব পরে খেলা দেখতে আসায় তাকে কটাক্ষ করেন ভারতীয় দুই যুবক।
ক্রিকেট মাঠে অপ্রত্যাশিত এমন ঘটনার শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ার মুসলিম ওপেনার উসমান খাজার মা ফোজিয়া তারিক। গত বছরের বক্সিং ডে টেস্টে এমসিজিতে শুধু তার ধর্মীয় পোশাক হিজাব পরার কারণে হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। মাঠে বসা দুই যুবক তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।
নিরাপত্তাকর্মীরা বিষয়টি দেখলেও, খাজার মা চুপ করে যান—কারণ তার ভাষায়, ‘আমি এক ঘটনার জন্য এই ছেলেদের জীবনের ক্ষতি করতে চাই না।’ তবে মাঠে দর্শকদের এমন আচরণে ভীষণ ভয় পান উসমান খাজার মা। হিজাব পরার কারণে মাঠে কটাক্ষের শিকার হবেন, তা কল্পনাও করতে পারেননি তিনি।
এই ঘটনাটি সামনে এসেছে খাজার নিজের লেখায়, ‘এ ন্যাশনাল রেসপন্স টু ইসলামোফোবিয়া’ নামে প্রকাশিত এক রিপোর্টে। খাজার ভাষায়, ‘আজকের সমাজে ঘৃণা সর্বত্র ছড়িয়ে আছে। আমার মা তা খুব কাছ থেকে টের পেয়েছেন। এটা শুধু একজন মাকে অপমান নয়, এটা একজন মানুষকে আঘাত।’
খাজা আরও জানান, মাঠে তার মায়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি জানার পর তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন, কিন্তু মায়ের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে কাউকে জানাননি, এমনকি সতীর্থদেরও না।
গর্বিত মুসলিম হিসেবে দীর্ঘদিন ধরে মানবাধিকার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার খাজা মাঠে নেমেছিলেন বিশেষ জুতা পরে। যেখানে লেখা ছিল- ‘সব জীবনই সমান মূল্যবান, স্বাধীনতা একটি মানবাধিকার।’ এই বাক্যগুলোর পাশে ছিল ফিলিস্তিনের পতাকা।
এমআই