
১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এমন বোলিং আগে দেখা যায়নি
খেলা ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১২:১৯
ইনিংসের প্রথম বলেই ক্যারিবিয়ান ওপেনার ক্যাম্পবেলকে আউট করেছেন মিচেল স্টার্ক। একই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে অ্যান্ডারসন ও ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি। ব্যক্তিগত তৃতীয় ওভারের প্রথম বলে লুইসকে আউট করে ৪০০ উইকেটের খাতায় নাম লেখান স্টার্ক।
একই ওভারের পঞ্চম বলে শাই হোপকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ক্যারিয়ারের ১৬তম ফাইফারে নামে লেখান এই অজি তারকা। ৫ উইকেট শিকারের পথে মাত্র ১৫টি বল করেছেন মিচেল স্টার্ক। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এত দ্রুত ফাইফারের কীর্তি গড়তে পারেনি কোনো বোলার।
এর আগে ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার আরেক বোলার আর্নে টোশাক ১৯ বলে ফাইফারের রেকর্ড গড়েছিলেন। ভারতের বিপক্ষে মহান র্কীতি গড়েছিলেন তিনি। সমান সংখ্যক বলে ২০১৫ সালে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ও ২০২১ সালে অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড ফাইফার তুলেছিলেন।
দ্রুততম ফাইফারের রেকর্ডটি এতদিন যৌথভাবে এই তিনজনের দখলে ছিল। গতকাল রাতে রেকর্ডবুক তছনছ করে সেই রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক। এ ছাড়া বোলারের পর দ্রুততম ফাইফারের রেকর্ডও আরেক অজি পেসারের। ২০১১ সালে ২১ বলে ফাইফারের রেকর্ড করেছিলেন শেন ওয়াটসন।
এদিকে স্টার্কের ইতিহাস গড়া ফাইফারে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ানদের মাত্র ২৭ রানে অলআউট করে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় প্যাট কামিন্সের দল। গোলাপি বলে অজিদের রাজত্ব অবশ্য নতুন কিছু নয়। ১৩ ম্যাচের মধ্যে ১২টাই জিতেছে স্টার্ক-কামিন্সরা।
একনজরে দ্রুততম ফাইফার নেওয়া ৫ বোলার
বলের সংখ্যা | বোলার | বিপক্ষ দল | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
১৫ বল | মিচেল স্টার্ক | ওয়েস্ট ইন্ডিজ | কিংস্টন | ২০২৫ |
১৯ বল | আর্নে টোশাক | ভারত | ব্রিসবেন | ১৯৪৭ |
১৯ বল | স্টুয়ার্ট ব্রড | অস্ট্রেলিয়া | নটিংহ্যাম | ২০১৫ |
১৯ বল | স্কট বোল্যান্ড | ইংল্যান্ড | মেলবোর্ন | ২০২১ |
২১ বল | শেন ওয়াটসন | দক্ষিণ আফ্রিকা | কেপ টাউন | ২০১১ |
এমআই