
বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে নতুন মাইলফলকে মোস্তাফিজ
খেলা ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ১৯:৫৩
টি-টোয়েন্টি ক্রিকেটে বড় নাম মোস্তাফিজুর রহমান। আইপিএলসহ বিশ্বের নামিদামি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতোমধ্যে খেলেছেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটেও প্রায় এক দশক পার করেছেন মোস্তাফিজ। যেখানে কুড়ি ওভারের ক্রিকেটে শতাধিক ম্যাচ খেলেছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০৭ ইনিংস বল করেছেন মোস্তাফিজুর রহমান। যেখানে ৩৮৬.৪ ওভার বল করেছেন তিনি। বল সংখ্যায় যার পরিমান ২৩২০। তবে এত বলের মধ্যে প্রায় অর্ধেকটাই ডট দিয়েছেন কাটার মাস্টার। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ৩ ওভার করে ৮ বল ডট দিয়েছেন ফিজ।
প্রতিপক্ষকে ডট বল করায় নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার। টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে এক হাজার ডট বল করেছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি হিসেবে অবশ্য মোস্তাফিজের অবস্থান দ্বিতীয়। তার ওপরে রয়েছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করেছেন কিউই পেসার টিম সাউদি। ক্রিকেট থেকে ইতোমধ্যে অবসরের ঘোষণা দেওয়া এই বোলার টি-টোয়েন্টিতে ১১৩৮টি ডট বল করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের ডট বলের সংখ্যা ১০৭৮টি।
লঙ্কা সিরিজ দিয়ে ডট বলের হাজারি ক্লাবে প্রবেশ করেছেন মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে কাটার মাস্টার ইতোমধ্যে ১০০৮টি ডট বল করেছেন। ৯৬০টি ডট বলে করে এই তালিকায় চতুর্থ ইংলিশ স্পিনার আদিল রশিদ। আর ৯০৪টি ডট তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আফগান তারকা রশিদ খান।
এমআই