
৭৬ রান করে তিন রেকর্ডে নাম লেখালেন লিটন দাস
খেলা ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ১৬:৩৭
ব্যাট হাতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছিলেন লিটন দাস। সাদা বলের ক্রিকেটে কোনোভাবেই রানের দেখা পাচ্ছিলেন না এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। এরপর বাকি দুই ম্যাচে একাদশে সুযোগ হয়নি তার।
টি-টোয়েন্টিতে সেই লিটনই বাংলাদেশের অধিনায়ক। তাতে সিরিজের তিন ম্যাচেই নিশ্চিতভাবে একাদশে থাকছেন এই ব্যাটার। কিন্তু এখানে এসেও ব্যর্থ হয়েছেন লিটন। পাল্লেকেলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৬ রান করেছেন এই ক্রিকেটার।
ব্যর্থতার বৃত্তে আটকে থাকা লিটনের সমালোচনায় মেতেছিলো পুরো দেশ। তবে ব্যাট হাতেই সমালোচনার জবাব দিয়েছেন টাইগার অধিনায়ক। গতকাল ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রান করে আউট হয়েছেন লিটন। কাপ্তানের ব্যাটে ভর করে ২৬৭৬ দিন পর শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
ম্যাচ সেরা ইনিংসে তিন রেকর্ডে নাম লিখিয়েছেন লিটন কুমার দাস। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের জয়ের ম্যাচে সবচেয়ে বেশি রান এখন লিটনের। ৪৩ ম্যাচে ২৮ গড়ে ১১৬২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। এর আগে এই রেকর্ড ছিল সাকিবের। দলের জয়ের ম্যাচে ১১৫৫ রান করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ৭৬ রান করার দিনে এক বাউন্ডারির সঙ্গে ৫ ছক্কা হাঁকিয়েছেন লিটন। তাতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সোহানের দখলে। ২০২২ সালে অধিনায়ক হিসেবে এক ইনিংসে ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন নুরুল হাসান সোহান।
এদিকে অধিনায়ক হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েছেন লিটন দাস। ক্যাপ্টেন হিসেবে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল সাকিবের দখলে। ২০১৯ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৭০ রান করেছিলেন সাকিব। গতকাল ৭৬ রান করে সাকিবকে টপকে যান লিটন দাস।
এমআই