Advertisement
Us Bangla Airlines
পরিসংখ্যানে সমানে সমান, আজকের ম্যাচ গড়বে পার্থক্য

পরিসংখ্যানে সমানে সমান, আজকের ম্যাচ গড়বে পার্থক্য

খেলা ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

হংকংকে হারিয়ে এশিয়া কাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার ফোরে জায়গা করে নিতে আজ (শনিবার) গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে তৈরি হওয়া রাইভালরির কারণে এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই বরাবরই উত্তেজনায় ঠাসা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২টি ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ৮টি ম্যাচে। তবে পরিসংখ্যানে এই ব্যবধান যতটা চোখে পড়ে, সাম্প্রতিক পারফরম্যান্সে কিন্তু দুই দল অনেকটাই সমানতালে এগিয়েছে। 

গত ১০ বছরে (২০১৫-২০২৫) বাংলাদেশ ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে খেলেছে ১৬টি ম্যাচ। আশার কথা, এই সময়ে দুই দলই জিতেছে সমান ৮টি করে ম্যাচ। ফলে আজকের লড়াই হবে একপ্রকার টাই-ব্রেকারের মতো, যেখানে বিজয়ী দল পরিসংখ্যানে এগিয়ে যাবে। পাশাপাশি এশিয়া কাপের সুপার ফোরে এগিয়ে যাবে জয়ী দল।

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩৬৮ রান), সর্বোচ্চ ছক্কাও তাঁর (১৫টি)। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস করেছেন সর্বোচ্চ ৫২৯ রান এবং ছক্কার সংখ্যাও তাঁর সবচেয়ে বেশি—২৮টি। 

ইনিংসের দিক থেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন সাব্বির রহমান, আর শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিসের সর্বোচ্চ ইনিংস ৮৬ রানের। দুই দলের মুখোমুখিতে সর্বোচ্চ উইকেট মোস্তাফিজের, ১৯টি। অন্যদিকে শ্রীলঙ্কার নুয়ান থুসারা ৫ ম্যাচে তুলেছেন ১২ উইকেট।

পরিসংখ্যান বলছে, দুই দলের মধ্যে সাম্প্রতিক সময়ের লড়াই মোটামুটি সমানে-সমান। তবে আজকের ম্যাচটি হতে পারে সেই মঞ্চ, যেখানে কোনো একটি দল পরিসংখ্যান ও মনস্তত্ত্বের লড়াইয়ে এগিয়ে যাবে এক ধাপ। টাইগাররা কি পারবে সেই এগিয়ে যাওয়ার গল্প লিখতে?

এমআই