
‘শ্রীলঙ্কাকে হারালেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ’
খেলা ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭
এশিয়া কাপে সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কাকে হারানো ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে টাইগাররা। এখন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের মতে, শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই সুপার ফোরে চলে যাবে।
জাফর মনে করেন, সূচির কারণে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। কারণ টাইগাররা একটি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে, যেখানে শ্রীলঙ্কার এটাই প্রথম ম্যাচ।
তবে পরিসংখ্যানের দিক থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনও পিছিয়ে শ্রীলঙ্কার তুলনায়। যদিও সর্বশেষ সিরিজে লঙ্কানদেরই হারিয়ে এসেছে লিটন-সাকিবরা। জাফরের মতে, সেটাকে ‘আপসেট’ হিসেবে ধরা হলেও, এই ম্যাচে বাংলাদেশই এগিয়ে থাকবে কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারলে।
তিনি বলেন, ‘বাংলাদেশকে সুপার ফোরের হিসাব থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তারা যাবে সুপার ফোরে।’
এদিকে শ্রীলঙ্কা টুর্নামেন্টে অংশ নিতে কিছুটা দেরিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছে, যা তাদের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, বাংলাদেশ ইতোমধ্যেই পরিবেশ ও পিচ সম্পর্কে ধারণা পেয়ে গেছে, যা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই গুরুত্বপূর্ণ ম্যাচে।
এমআই