Advertisement
Us Bangla Airlines
নির্বাচনে তামিমকে সমর্থন জানালেন বিসিবির সাবেক সভাপতি

নির্বাচনে তামিমকে সমর্থন জানালেন বিসিবির সাবেক সভাপতি

খেলা ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৩

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। কে হবেন পরবর্তী সভাপতি—এ নিয়ে কৌতূহলের কমতি নেই। এর মাঝেই বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ওপেনার তামিম ইকবাল।

টাইগারদের সাবেক ওপেনারের পাশাপাশি বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ফলে তামিম ও বুলবুলের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেশের ক্রিকেট প্রশাসনে এই দুই পরিচিত মুখের লড়াই ক্রীড়ামহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

বুধবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি তামিম ইকবালকে সমর্থনের ঘোষণা দেন। তিনি বলেন, দলের পক্ষ থেকে তামিমকে প্রার্থী হতে বলা হয়েছে এবং তিনি নিজে প্রার্থী না হয়ে তামিমকে সমর্থন দিচ্ছেন। তামিমের সঙ্গে কথা হয়েছে বলেও তিনি জানান।

মোহাম্মদ আলি আসগর লবি বলেন, ‘তামিম একজন ভালো মানুষ ও দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটার। তিনি মনে করেন, তামিম বোর্ডের সভাপতি হিসেবে সফল হতে পারবেন যদি তাকে সঠিকভাবে পরিচালনা করা যায়।’ তবে লবি রাজনৈতিক প্রভাব বিসিবিতে না আনার পরামর্শ দিয়ে বলেন, রাজনীতি থাকলে বোর্ডের কাজ ব্যাহত হবে।

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু বিসিবিতে এসেই প্রথম কথা বলেছিলাম রাজনীতি চলবে না। আমরা সবাই এক। এখন দেখা যাক কি হয়। যদি তামিম হয় আমি যেমন কাজ করতে পেরেছি, তাকে দিয়েও করাতে পারব।’

এমআই