
এক ওভারেই ৪৩ রান, রেকর্ড গড়ল সাকিবের দল
খেলা ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩১
মাইনর লিগ ক্রিকেটে এক ওভারে ৪৩ রান নিয়ে নজিরবিহীন রেকর্ড গড়েছে সাকিব আল হাসানের দল আটলান্টা ফায়ার। অরলান্ডো গ্যালাক্সির বিপক্ষে এই রেকর্ড গড়া ওভারটি করেছেন প্রতিপক্ষ পেসার ঋষি ভারমানি, যার ওভারে ছিল মোট ১৩টি বল, যার বেশিরভাগই ওয়াইড ও নো-বল!
আটলান্টার দুই ব্যাটার স্টিভেন টেলর ও সাগার প্যাটেল ছিলেন এই রানের ঝড়ের মূল কাণ্ডারি। প্রথম ৪ ওভারে ৩০ রান করেছিল দলটি। এরপর পঞ্চম ওভারে বল হাতে আসেন ঋষি ভারমানি। বৈধ ডেলিভারি করার আগেই তিনি দিয়ে ফেলেন ২০ রান। ওভারের প্রথম ছয় বলেই ছিল একাধিক নো ও ওয়াইড, যার সুযোগ কাজে লাগিয়ে টানা ছক্কা ও দুই রান নেন টেলর ও প্যাটেল।
শেষ পর্যন্ত ওই ওভারে মোট ১৩ বল করে ৪৩ রান দেন ভারমানি—যা মাইনর লিগ তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও অন্যতম উচ্চ রানের একটি ওভার হিসেবে বিবেচিত হতে পারে। ওভারের পরপরই আটলান্টা ৫ ওভারে ৭৩ রানে পৌঁছে যায়। পরে পুরো ইনিংসে তারা সংগ্রহ করে ৫ উইকেটে ২১৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে অরলান্ডো গ্যালাক্সি গুটিয়ে যায় মাত্র ১৪২ রানে। ফলে ৭৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আটলান্টা ফায়ার। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলেও নিজেদের অবস্থান শক্ত করে দলটি।
এদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ব্যস্ত রয়েছেন সাকিব আল হাসান। গত মাসে আটলান্টা ফায়ারের পক্ষ থেকে তাকে দলে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও, আগামী ১৯ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
এমআই