
শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস
খেলা ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৯:১২
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগস্ট-সেপ্টেম্বরে সিলেট স্টেডিয়ামে তিন ম্যাচের এই দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে। নতুন সিরিজকে ঘিরে আজ ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে সিরিজ খেলে এশিয়া কাপে যাওয়ার কথা ছিল লিটন-মিরাজদের। তবে বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে দেয় ভারত। ফলে এশিয়া কাপের আগে প্রায় দেড় মাস কোনো ম্যাচ খেলার সুযোগ ছিল না বাংলাদেশের।
এরপর এশিয়ান মঞ্চের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ২৭ আগস্ট নেদারল্যান্ডসের দল বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের ম্যাচগুলো ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি, তবে সম্ভাব্য খেলোয়াড়রা ইতোমধ্যে সিলেটে পৌঁছে গেছে। তারা আগামী তিন দিন দুপুর থেকে রাত পর্যন্ত স্কিল অনুশীলনে অংশ নেবে। ২৩ আগস্ট বিরতি থাকবে, এরপর ২৪ ও ২৫ আগস্ট ম্যাচের পরিবেশে অনুশীলন হবে। ২৬ আগস্ট বিসিবি হাই পারফরম্যান্স দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
একনজরে নেদারল্যান্ডস স্কোয়াড
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।
এমআই