
নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা কখন কোথায়, জেনে নিন সূচি
খেলা ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ২২:১৬
এশিয়া কাপের আগে ভারত সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চেয়েছিল বাংলাদেশ। ভারত না আসায় বিকল্প সিরিজ আয়োজনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাটিতে চলতি মাসের শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
আজ (সোমবার) সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ৩০ আগস্ট থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ইতোমধ্যে জানিয়েছেন, সিরিজের তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি হবে বাংলাদেশের জন্য এশিয়া কাপের আগে একমাত্র আন্তর্জাতিক প্রস্তুতি সিরিজ।
এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলনের সময়সূচি ঠিক করেছে বিসিবি। ৬ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে প্রথম ধাপের অনুশীলন, যা অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর কয়েকদিন বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে দ্বিতীয় ধাপে অনুশীলন ক্যাম্প শুরু হবে সিলেটে—সিরিজের ভেন্যুতেই।
এই সিরিজের মাধ্যমে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সঙ্গে এশিয়া কাপকে সামনে রেখে স্কোয়াড নির্বাচন, কম্বিনেশন ঠিক করা এবং খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সুযোগও তৈরি হবে। দেখার পালা, প্রস্তুতি ম্যাচে নিজেদের কতটা জ্বালিয়ে নিতে পারে লিটনের দল।
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ সূচি
ম্যাচ | তারিখ | ভেন্যু |
---|---|---|
প্রথম টি-টোয়েন্টি | ৩০ আগস্ট ২০২৫ | সিলেট |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ১ সেপ্টেম্বর ২০২৫ | সিলেট |
তৃতীয় টি-টোয়েন্টি | ৩ সেপ্টেম্বর ২০২৫ | সিলেট |
এমআই