
নেদারল্যান্ডসের বিপক্ষে কোন মাঠে খেলবে বাংলাদেশ?
খেলা ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১২:১৪
আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে এশিয়া কাপ। আট দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ থেকে অংশ নেবে বাংলাদেশ দল। তবে এশিয়া কাপ শুরুর আগে দেড় মাস বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। চলতি আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তারা আসছে না। সবমিলিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপে যাওয়ার আগে তাই তড়িঘড়ি করে লিটনদের জন্য নতুন সিরিজ আয়োজন করেছে আমিনুল ইসলামের বোর্ড। জানা গেছে, আগস্টের শেষ দিকে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসতে পারে! আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বিষয়টি অনেকটা চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে এই সিরিজ অনুষ্ঠিত হতে পারে। তাতে কোন ভেন্যুতে খেলা হতে পারে তা নিয়েও চলছে জল্পনা। এশিয়া কাপ সামনে রেখে ভালো উইকেটেই প্রস্তুতি সারতে চায় ক্রিকেটাররা। সেক্ষেত্রে ঢাকার বাইরে এই সিরিজ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘এশিয়া কাপকে ঘিরে কোচের চাওয়া অনুযায়ী ভেন্যু নির্ধারণ করা হবে। বর্তমানে সিলেট ভেন্যু পুরোপুরি ফাঁকা রয়েছে। চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দল অনুশীলন করলেও আগস্টের শেষদিকে সেটাও ফাঁকা থাকবে। ফলে এই দুই ভেন্যু ম্যাচ আয়োজন করা হতে পারে।’
মিরপুরের মন্থর উইকেট নিয়ে সমালোচনা হয়েছে বেশ। এশিয়া কাপের আগে এমন উইকেটে প্রস্তুতি ম্যাচ খেলা মোটেও আদর্শ কিছু হবে না। যদিও মিরপুরে অন্য কারণে খেলা আয়োজন করবে না বিসিবি। মাহবুব আনাম বলেন, ‘পিচের উন্নতিতে মিরপুর আগামী কিছুদিন তদারকিতে থাকবে। এখানে আপাতত কোনো ম্যাচ আয়োজন করা হবে না।’
এদিকে আগামী ৬ আগস্ট থেকে ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন বলে জানা গেছে। প্রধান কোচ ফিল সিমন্স ঢাকায় ফিরবেন ১৫ আগস্ট। পাকিস্তান সিরিজ শেষ করে ক্রিকেটাররা নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশে কিংবা কেউবা আবার বিদেশে অবস্থান করছেন।
এমআই