Advertisement
Us Bangla Airlines
১০ বছর পর এমন লজ্জার রেকর্ড গড়ল ভারত!

১০ বছর পর এমন লজ্জার রেকর্ড গড়ল ভারত!

খেলা ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১৭:২৭

ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ভারত। যুক্তরাষ্ট্রে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার দল। চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটাও নিজেদের ক্যাবিনেটে তুলেছে ভারত। দলের এমন সাফল্যে বড় অবদান দেশটির বোলারদের। সেই বোলাররাই এবার ১০ বছর পর লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন।

ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত। পাঁচ ম্যাচের এই সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে শুভমান গিলরা। সিরিজের চতুর্থ ম্যাচেও ভারতীয় বোলারদের তুলোধুনো করছে ইংল্যান্ড। ইতোমধ্যে সংগ্রহের খাতায় ৬০০-এর বেশি রান যোগ করেছে তারা। তাতেই লজ্জার রেকর্ডে পড়েছে ভারত।

বিদেশের মাটিতে ভারতীয় বোলারদের পিটিয়ে পাঁচ শতাধিক রান হয়েছিল ১০ বছর আগে। ২০১৫ সালে সিডনিতে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৫৭২ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ অবশ্য ড্র হয়েছিল। তারপর থেকে বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৫০০ রান কোনও দল করতে পারেনি।

ম্যানচেস্টারের মাটিতে এবার সেটাই করে দেখালো বেন স্টোকসের দল। ম্যাচের চতুর্থ দিনের প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই ছয় শতাধিক রান করেছে ইংল্যান্ড। যেখানে জো রুট ১৫০ এবং অধিনায়ক বেন স্টোকস সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া সেঞ্চুরির কাছে গিয়ে থেমেছেন বেন ডাকেট (৯৪) ও জেক ক্রোলি (৮৪)।

ম্যাচে ভারতীয় বোলাররা বলার মতো কিছু করতে পারেননি। ৫ বোলার উইকেটের দেখা পেলেও রান বিলিয়েছেন বেশ। বল হাতে ইতোমধ্যে সেঞ্চুরি করেছেন দলের তিন সেরা বোলার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। এই ম্যাচ হারলে সিরিজও খোয়াবে শুভমান গিলের দল

এমআই