Advertisement
Us Bangla Airlines
অধিনায়ক কোহলির সঙ্গে শুভমান গিলের এত মিল!

অধিনায়ক কোহলির সঙ্গে শুভমান গিলের এত মিল!

খেলা ডেস্ক

২১ জুন ২০২৫, ১৭:০৮

ইংল্যান্ড সিরিজের আগে ভারতের টেস্ট দল থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অবসর নেওয়া দুই কিংবদন্তির জায়গা একাই পূরণ করেছেন নতুন কাপ্তান শুভমান গিল। রোহিতের অধিনায়কত্ব এখন গিলের কাঁধে। অন্যদিকে, চারে নামা বিরাট কোহলির জায়গায় আসীন হয়েছেন শুভমান গিল।

রোহিতের আগে ভারতীয় টেস্ট দলে নেতৃত্ব সামলিয়েছেন বিরাট কোহলি। সাদা পোশাকে কোহলির নেতৃত্বে দারুণ সাফল্য পেয়েছে ভারত। বর্তমানে ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন কোহলি। ৩৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের বিকল্প ভাবা হয় শুভমান গিলকে। সেই গিলই নেতৃত্ব নিয়ে যেন কোহলির পদাঙ্ক অনুসরণ করছেন।

ইংল্যান্ড সিরিজ দিয়ে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব শুরু করেছেন শুভমান গিল। অধিনায়কত্বের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। ২০১৪ সালে টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়া কোহলির বেলায় এমন দৃশ্য দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্বের প্রথম ম্যাচেই শতক হাঁকিয়েছিলেন বিরাট কোহলি।

টেস্ট ক্যারিয়ারের শুরুটা ওপেনিং দিয়েই সূচনা করেছিলেন শুভমান গিল। কিন্তু জয়সোয়ালের অর্ন্তভুক্তিতে তিনে নেমে যান এই ডানহাতি ব্যাটার। এবার কোহলির বিদায়ের পর প্রথমবারের মতো চারে ব্যাটিং করছেন গিল। নতুন পজিশনে নেমেই সাফল্য কুড়িয়েছেন ভারতীয় কাপ্তান। ইংল্যান্ডের বিপক্ষে শতকের দেখা পেয়েছেন তিনি।

সাদা পোশাকের ক্রিকেটে চারে নেমে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সেই ম্যাচে ১১৯ রান করেছিলেন এই কিংবদন্তি ব্যাটার। এবার গিলের পথ ধরেই যেন সামনে অগ্রসর হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক গিল।

শুধু তাই নয়, অধিনায়কত্ব পাওয়ার আগে ইংল্যান্ডের মাটিতে নাজুক ছিল কোহলির ব্যাটিং। কিন্তু নেতৃত্ব পাওয়ার পর ইংলিশদের মাটিতে প্রথম ম্যাচেই শতক হাঁকিয়েছিলেন একাধিক বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। গিলের ক্ষেত্রেই একই বিষয় দেখা মিলেছে।

অধিনায়কত্ব পাওয়ার আগে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ছয় ইনিংসে ১৪ গড়ে মাত্র ৮৮ রান করেছিলেন শুভমান গিল। কিন্তু টেস্টে নেতৃত্ব পাওয়ার পর ইলিংশদের বিপক্ষে প্রথম ম্যাচেই শতক হাঁকিয়েছেন তিনি। এমনকি অধিনায়কত্বের প্রথম ম্যাচেই টেস্টে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই দুই ব্যাটার।

এমআই