Advertisement
Us Bangla Airlines
৩৬ বলে ৩৫ করে হৃদয় বললেন, ‘জেতার জন্যই মাঠে নামি’

৩৬ বলে ৩৫ করে হৃদয় বললেন, ‘জেতার জন্যই মাঠে নামি’

খেলা ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০

লক্ষ্য ছোট, দলটাও খর্বশক্তির হংকং। প্রতিপক্ষের বোলিং বিভাগ অচেনা হলেও তাকে নির্বিষই বলা যেতে পারে। এমন বোলিংয়ের বিপক্ষে বেশ সংগ্রামই করেছে বাংলাদেশ। তবে হৃদয়ের ব্যাটিংয়ে যেন হাঁসফাঁসটা একটু বেশিই দেখা গিয়েছে। দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে ইনিংস শুরু করা হৃদয় পুরো ম্যাচে আর কোনো বাউন্ডারি মারতে পারেননি।

হংকংয়ের মতো দলের বিপক্ষে ব্যাট হাতে ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচ জিতলেও বাংলাদেশ রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ কতটা কাজে লাগাতে পেরেছে সেই প্রশ্ন উঠেছে। অবশ্য হৃদয় মনে করেন, এমন অবস্থায় থেকেও পরের রাউন্ডে যেতে পারে বাংলাদেশ। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, মাঠে নামি জেতার জন্য। আমরা যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাই, তাহলে তো রানরেটের কিছু আসে-যায় না। আগে থেকে এত জটিল চিন্তা করলে নিজেদের ওপরই চাপ তৈরি হয়। আমাদের যা প্রসেস, আমরা সেটাই অনুসরণ করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ওপর।’

মূলত হংকংয়ের বিপক্ষে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ। তারা রান রেটের চেয়ে ফলাফলকেই বেশি গুরুত্ব দিয়েছেন। এমন পরিকল্পনাই আগে থেকে ছিল বলে উল্লেখ করেন হৃদয়, ‘এটা আমাদের টিম প্ল্যান। দিন শেষে প্রতিটি দলই সমান। আমাদের লক্ষ্য ছিল যত কমে ওদের অলআউট করে তত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারি।’

‘(বিগত) সিরিজে যেটা হয়েছে রানরেটের তেমন বিষয় ছিল না। সিরিজ যেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে কথা বলছে চাইছি না। এটা শুধু ক্যাপ্টেন বা কোচের সিদ্ধান্ত না, সবার সম্মিলিত সিদ্ধান্ত। দিন শেষে ফলটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমাদের মনোযোগও ছিল সেদিকেই’, আরও যোগ করেন হৃদয়।

আবুধাবির ধীরগতির উইকেটে হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৭.৪ ওভারে তাড়া করে জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। চার দলের লড়াইয়ে শীর্ষ দুইয়ে থাকলেই টাইগাররা সুপার ফোরে যেতে পারবে।

এমআই