
অবশেষে নেপাল থেকে ফিরলেন জামাল-তপুরা
খেলা ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১
নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে থাকা বাংলাদেশ ফুটবল দল অবশেষে দেশে ফিরেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।
ফুটবল দল ছাড়াও বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ১৭ জন ক্রীড়া সাংবাদিক। কাঠমান্ডু থেকে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমান।
নেপালের আন্দোলনে রাজধানী জুড়ে আগুন ও ভাঙচুর চলছিল। বাংলাদেশ দলের হোটেলের পাশেই আগুন জ্বলছিল, যা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, ফুটবলারদের মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হবে। প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে।
নিরাপত্তার কথা বিবেচনা করে বাফুফে আগেই হোটেলের বিকল্প লোকেশন ঠিক করে রেখেছিল। দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয় দুই দেশের খেলোয়াড়দের নিরাপত্তার কারণে।
ফেডারেশন সভাপতি জানান, রেসকিউ পরিকল্পনায় ক্রীড়া সাংবাদিকদেরও রাখা হয়েছে। তিনি বলেন, “সবাই মিলে ফুটবল পরিবার, তাই কাউকে বাদ দেওয়া হয়নি।”
এই সফল প্রত্যাবর্তনে সহায়তা করায় পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানায় বাফুফে। আর্মড ফোর্সেস ডিভিশনও সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছে।
এমআই