Advertisement
Us Bangla Airlines
অবশেষে গামিনির মিরপুরের রাজত্বে ইতি

অবশেষে গামিনির মিরপুরের রাজত্বে ইতি

খেলা ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে লঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় এখানে পার করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, গামিনিকে বদলি করা হয়েছে রাজশাহীতে, যেখানে তিনি আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নতুন দায়িত্বে যোগ দেবেন।

২০১০ সালে বাংলাদেশে এসে বিসিবির অধীনে কাজ শুরু করেন গামিনি। তবে তার তৈরি উইকেট নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে সমালোচনা। বিশেষ করে মিরপুরের ধীরগতির ও ব্যাটিং-বোলিং বৈষম্যমূলক উইকেটের কারণে দেশের ক্রিকেট কাঙ্ক্ষিত উন্নতি থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ ক্রীড়া সংশ্লিষ্টদের।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে উইকেটের মান নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলে পাকিস্তানের কোচ ও অধিনায়ক। সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমেও। এরপরই বিসিবি নড়েচড়ে বসে। পরিস্থিতি মোকাবিলায় বিসিবি দ্রুতই নিয়োগ দেয় অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে।

এই অস্ট্রেলিয়ানকে টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করে মিরপুরের উইকেটের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় গ্রাউন্ডসম্যান ও কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থাও নিচ্ছেন হেমিং। ফলে গামিনির রাজত্বে হেমিং আসন পাতায় এক প্রকার ক্ষমতা ছাড়াও হয়েছেন এই শ্রীলঙ্কান।

মিরপুরের ‘একঘেয়ে’ উইকেট সংস্কারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে ক্রিকেট বিশ্লেষকরা। গামিনির দীর্ঘদিনের রাজত্ব শেষ হওয়াকে তাঁরা বলছেন প্রয়োজনীয় পরিবর্তনের সূচনা। দেখার পালা, মিরপুর ও রাজশাহীর উইকেটে কতটা পরিবর্তন আসে।

এমআই