Advertisement
Us Bangla Airlines
বিসিবির আপ্রাণ চেষ্টা, তবুও পিছিয়ে পড়ছেন জয়

বিসিবির আপ্রাণ চেষ্টা, তবুও পিছিয়ে পড়ছেন জয়

খেলা ডেস্ক

২৯ আগস্ট ২০২৫, ১৫:২২

ডাক দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন মাহমুদুল হাসান জয়। যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যে ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। চার ফিফটির সঙ্গে করেছেন এক সেঞ্চুরি, কিন্তু ব্যাট হাতে ধারাবাহিক হতে পারেননি তিনি। সাদা পোশাকে সবশেষ খেলা জিম্বাবুয়ে সিরিজেও পাননি ফিফটির দেখা।

জয়ের অর্ধশতকের অপেক্ষাটা অবশ্য বেশ দীর্ঘ। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনি। এরপর দুই বছর পার হলেও নিজের পারফরম্যান্সে কেবল ভাটার টান দেখেছেন। ২০২৪ সালে টেস্টে ১২ ইনিংসে ১৩ গড়ে করেছেন ১৬২ রান। চলতি বছরে জিম্বাবুয়ে সিরিজের পর টেস্ট দল থেকে বাদ পড়েছেন তিনি।

বাজে ফর্মে পতিত হওয়া জয়কে ফর্মে ফেরাতে ‘এ’ দলের ম্যাচগুলোতে নিয়মিত সুযোগ দিচ্ছে বিসিবি। ঘরের মাঠে হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের চারদিনের ম্যাচে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮ ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করে বিদায় নিয়েছেন তিনি।

১১৪ রানে অলআউট বাংলাদেশ, প্রতিপক্ষের রান পাহাড়

বর্তমানে ডারউনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানেও মাহমুদুল হাসান জয়কে একাদশে রেখেছে বিসিবি। কিন্তু ক্রিকেট বোর্ডের আপ্রাণ চেষ্টাতেও যেন জয়ের ফর্ম ফিরছে না। অস্ট্রেলিয়ায় চারদিনের এই ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৩ রান করে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ইনিংসে একইভাবে আউট হয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। মাত্র চার রান করে কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। বিসিবির নানান প্রচেষ্টাও নিজেকে ফেরাতে পারছেন না এই তরুণ ক্রিকেটার।

উল্লেখ্য, জাতীয় দল থেকে তামিম ইকবাল সরে যাওয়ার পর ওপেনার সংকটে ভুগছে বাংলাদেশ। ওপেনিং স্লটে মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়কে সুযোগ দিলেও কেউই কাজে লাগাতে পারেননি। ফলে আসন্ন সিরিজে ওপেনিং জুটি নিয়ে বড়সড় সমস্যায় পড়তে যাচ্ছে বাংলাদেশ দল।

এমআই