
এবার আমিরাত লিগে থাকছেন ট্রট ও জেমস বন্ড
খেলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১৯:১০
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে কাজ করেছিলেন জোনাথান ট্রট। আফগানিস্তান জাতীয় দলে লম্বা সময় ধরে কাজ করা এই ইংলিশ কোচকে গতকাল সরিয়ে দিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। তার পরিবর্তে নিযুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। তবে আফ্রিকা লিগ থেকে বাদ পড়ার একদিন পরেই নতুন চাকরি পেলেন ট্রট।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে কাজ করবেন তিনি। আগামী আসরে গলফ জায়ান্টসের ডাগআউটে দেখা যাবে তাকে। ট্রটের পাশাপাশি এই দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার শেন বন্ড। অ্যান্ডি ফ্লাওয়ার ও ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন তারা।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বন্ডেরও। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং এসএটোয়েন্টির পার্ল রয়্যালসের হয়ে কাজ করেছেন তিনি।
A new chapter begins! Presenting our coaching staff for the upcoming season.
আইএল টি-টোয়েন্টির পরবর্তী আসরে কোচিং স্টাফে আরও পরিবর্তন আনছে গলফ জায়ান্টস। দলটির ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার অ্যান্ড্রু পাটিক ও ফিল্ডিং কোচ হিসেবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জিম ট্রটন নিয়োগ পেয়েছেন। ফিটনেস কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক কোচ নিক লি।
আগামী ২ ডিসেম্বর আইএল টি-টোয়েন্টির নতুন আসর শুরু হবে। আসন্ন মৌসুমকে ঘিরে দল সাজানো শুরু করেছে প্রথম আসরে শিরোপা জেতা গলফ জায়ান্টস। জেমস ভিন্স, আয়ান খান, মার্ক অ্যাডায়ার, ব্লেসিং মুজারাবানি ও গেরহার্ড এরাসমাসকে ধরে রেখেছে দলটি। মইন আলি, ওমারজাই ও রাহমানউল্লাহ গুরবাজের সঙ্গে হয়েছে নতুন চুক্তি।
এমআই