Advertisement
Us Bangla Airlines
চরম ব্যর্থ এশিয়া কাপে ডাক পাওয়া সাইফ-সোহান

চরম ব্যর্থ এশিয়া কাপে ডাক পাওয়া সাইফ-সোহান

খেলা ডেস্ক

২৩ আগস্ট ২০২৫, ১৫:৩৩

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র দুইটি ম্যাচ খেলেছেন সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ৯ বল খেলে মাত্র এক রান করেছিলেন তিনি। ব্যাট হাতে আস্থার প্রতিদান না দেওয়ায় ২০২১ সালে দুই ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন তিনি। তবে বিপিএল ও ডিপিএল নিয়মিত রান করায় আসন্ন এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন তিনি।

গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এশিয়া কাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন টপঅর্ডার ব্যাটার সাইফ হাসান ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। বর্তমানে দুই ব্যাটারই অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছেন।

শনিবার (২৩ আগস্ট) অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেতে নেমেছে বাংলাদেশ। সেখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই দুই ব্যাটার। টি-টোয়েন্টিতে ম্যাচে খেলতে নেমে ১৯ বলে মাত্র ১৫ রান করেছেন সাইফ হাসান। অন্যদিকে, ৮ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক সোহান।

এশিয়া কাপে ডাক পাওয়ার পরদিনেই এমন ইনিংস খেলা বেশ প্রশ্নের জন্ম দিয়েছে। এমনকি উভয়ই ব্যাটার বেশ দৃষ্টিকটু শটে উইকেট বিলিয়ে এসেছেন। অস্ট্রেলিয়ার একাডেমি দলের বিপক্ষে সাইফ-সোহানের এমন দুরবস্থা এশিয়া কাপের দলেও বেশ প্রভাব ফেলতে পারে।

সাইফ-সোহান ব্যর্থ হলেও দুর্দান্ত খেলেছেন আফিফ ও ইয়াসির আলী। ২৩ বলে অপরাজিত ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন আফিফ। ১৫ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন আরেক ব্যাটার ইয়াসির আলী। ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন ইনফর্ম ব্যাটার জিসান আলম।

এমআই