
লড়াই করেও জিততে পারলো না বাংলাদেশ
খেলা ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৮:৫৯
শুরুতে ব্যাট করে মাত্র ১৫৬ রানের সংগ্রহ তুলেছিল বাংলাদেশ ‘এ’ দল। মাঝারি মানের লক্ষ্যেও আশার বাতি জ্বালিয়েছিলেন বোলাররা। ৮১ রানের মাথায় মেলবোর্ন স্টারসের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এমনকি শেষ ছয় ওভারে মেলবোর্নের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান। এমন ম্যাচটি শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল।
ডারউইনে আজ বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রত্যাশিত শুরু না পেলে মিডল অর্ডারের ব্যাটিং আর ইয়াসিরের ফিনিশিংয়ে ১৫৬ রানের সংগ্রহ তুলে টাইগাররা। জবাবে ৪ বল হাতে রেখেই নির্দিষ্ট লক্ষ্য উতরে যায় মেলবোর্ন স্টারস। তাতে টুর্নামেন্টের তৃতীয় হারের পাশাপাশি বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে।
মাঝারি পুঁজি নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল টাইগার বোলাররা। সবশেষ ২৫ বলেও ম্যাচ জিততে মেলবোর্নের প্রয়োজন ছিল ৪৪ রান। তবে বোলারদের ব্যর্থতায় টাইগারদের হাত থেকে এমন ম্যাচ ফসকেছে। ম্যাচের ১৭তম ওভারে ২২ রান খরচ করেন পেসার তোফায়েল আহমেদ। তাতেই সমীকরণ সহজ হয়ে যায় মেলবোর্ন স্টারসের।
পরের দুই ওভারে পেসার হাসান ও মুশফিক উইকেট তুললে বাংলাদেশের হার এড়ানো সম্ভব হয়নি। নির্দিষ্ট ওভারের চার বল আর তিন উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় মেলবোর্ন স্টারস। দলটির হয়ে ৩৮ বলে ৬১ রান করেন জনাথন মার্লো। বিপরীতে বাংলাদেশের হাসান মাহমুদ ও রাকিবুল হাসান দুইটি করে উইকেট শিকার করেন।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি ঘরানার ইনিংস খেলতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার। ১৩ বল খেলে ১৩ রান করেই ফিরেছেন ফর্মে থাকা জিশান আলম। ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন ওপেনার নাইম শেখ। ২১ বলে মাত্র ১৯ রান করেছেন তিনি। নাইমের পরের বলেই গোল্ডেন ডাক ফিরেছেন আফিফ হোসেন।
মের্লবোন স্টারসের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাইফ, নুরুল ও ইয়াসির আলী #TopEndT20 | #kheladotcom
Posted by Khela.com on Thursday, August 21, 2025
এরপর দলের হাল ধরেন তিনে নামা সাইফ ও অধিনায়ক সোহান। তবে পরিস্থিতি অনুযায়ী রানের গতি বাড়াতে পারেননি। ২৭ বলে ৩৩ রান করে মিড-অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সোহান। ভালো শুরু পাওয়া সাইফ খেলেছেন ৩৫ বলে ৪৫ রানের ইনিংস। ব্যাটারদের মন্থর ইনিংসে ১৫০ রান নিয়েও শঙ্কা দেখা গিয়েছিল।
তবে শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেছেন ইয়াসির আলী। সাজঘরে ফেরার আগে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ১৭ বলে করেছেন ২৯ রান। তাতেই ১৫৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। তবে ম্যাচ জয়ের জন্য এই সংগ্রহ যে যথেষ্ট ছিল না, সেটি বুঝতে নিশ্চয়ই কষ্ট হবে না আফিফ-সোহানদের।
এমআই