Advertisement
Us Bangla Airlines
২২ রানের জয় নিয়ে সেমিতে খেলার আশা বাঁচাল বাংলাদেশ

২২ রানের জয় নিয়ে সেমিতে খেলার আশা বাঁচাল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৯ আগস্ট ২০২৫, ১৮:৫১

তিন ম্যাচে দুই হার। সেমিফাইনালে খেলতে বাংলাদেশকে নর্দার্ন স্ট্রাইকার্সের বিপক্ষে জিততেই হতো। ডারউইনে অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে নুরুল হাসান সোহানের দল। রাকিবুল-তোফায়েলের বোলিং তোপে অস্ট্রেলিয়ার স্থানীয় ক্লাব নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার্সকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে সেমিতে খেলার আশা টিকে রইলো।

ডারউইনে আজ মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করে টাইগাররা। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ ’দল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন আফিফ হোসেন। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫০ রান করে নর্দার্ন স্ট্রাইকার্স। তাতে ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সোহানের দল।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। মাত্র তিন ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেন দুই ওপেনার জিসান আলম ও নাইম শেখ। ১১ বলে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি। এরপর মিডল ওভারে ব্যাট হাতে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ ‘এ’ দল।

তিনে নেমে ব্যর্থ প্রথম ম্যাচে ফিফটি করা সাইফ হাসান। ১০ বল খেলে করেছেন মাত্র ৩ রান। মিডল অর্ডারে আফিফ হোসেন রান পেলেও অনেক ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে উল্টো চাপে পড়েছে দল। ৪০ বলে অপরাজিত ৪১ রান করেছেন তিনি। তবে বিপরীত ছিলেন অধিনায়ক সোহান ও ইয়াসির আলী।

মাত্র ২৩ বলে ৩৫ রান করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৩ বলে ২২ রানে অপরাজিত ছিলেন একাদশে প্রথম জায়গা পাওয়া ইয়াসির আলী রাব্বি। সবমিলিয়ে ১৭২ রানের পুঁজি পায় বাংলাদেশ ‘এ’ দল। নর্দার্ন টেরিটরির হয়ে টম মেনজিস ২ উইকেট তোলেন।

টাইগারদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে শুরুতেই বিপাকে পড়ে নর্দার্ন স্ট্রাইকার্স। মাত্র ২৪ রানের মাথায় তিন উইকেট হারিয়েছে তারা। তবে দলটিকে জয়ের আশা দেখিয়েছেন এরপর দলের হাল ধরেন কনর ক্যারল এবং জর্ডান সিল্ক। ৮২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে রাকিবুলের স্কিড করা বলে ৪৩ রান করে আউট হয়েছেন ক্যারল।

এরপর সিল্ককেও ফেরান রাকিবুল। ৪১ বলে ৪৮ রানের ইনিংস খেলে বিদায় নেন সিল্ক। এরপর লড়াই চালিয়ে গেলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি নর্দার্ন স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে দলটি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ ও হাসান মাহমুদ। 

ব্যাট হাতে ৩৫ রান ও উইকেটের পেছনে তিনটি স্টাম্পিং করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আগামী ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। শেষ চারে খেলতে বাকি দুই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে টাইগাররা।

এমআই