
২০ বলে ফিফটি, ৮ ক্যাচ মিস!
খেলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬
নানান নাটকীয়তার পর অবশেষে শুরু হয়েছে এশিয়া কাপের সপ্তদশ আসর। আবুধাবিতে গতকাল (মঙ্গলবার) উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছে হংকং। ২০ ওভারে ৯৪ রান করা হংকং নিজেদের প্রথম ম্যাচে ৯৪ রানে হেরেছে। তবে টুর্নামেন্টের শুরুর ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে উভয় দল।
শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে আফগানরা। তাদের পক্ষে ৫২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করে সেদিকউল্লাহ অটল, এ ছাড়া আজমতউল্লাহ ওমরজাই ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রান করেন। দুজনেই জীবন পেয়ে ফিফটির দেখা পেয়েছেন।
ম্যাচে হংকংয়ের পাশাপাশি আফগানিস্তানও ক্যাচ ছেড়েছে। দুই দল মিলে গতকাল মোট ৮টি ক্যাচ হাতছাড়া করেছে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ ছাড়ার কীর্তি। সমান ৮টি করে ক্যাচ মিস হয়েছে ২০২৪ সালে অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ডের ম্যাচে। এ ছাড়া ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ম্যাচেও ৮টি ক্যাচ ছাড়া হয়েছিল।
হংকংয়ের ফিল্ডারদের ব্যর্থতায় জীবন পেয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশটির হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল মোহাম্মদ নবীর। আমিরাতের বিপক্ষে ২১ বলে ফিফটি করেছিলেন তিনি।
হংকং পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ৯৪ রান তুলতে সক্ষম হয়। ফল তাদের হারটাও এসেছে ৯৪ রানে। রানের হিসাবে যা তৃতীয় সর্বোচ্চ। এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ১৫৫ রানে হারের নজিরও রয়েছে এই হংকংয়েরই। পাকিস্তানের বিপক্ষে ২০২২ আসরে শারজাহতে ১৫৫ রানে হেরেছিল তারা।
এমআই