ছেলেদের সঙ্গে খেলা নিয়ে যা বললেন টাইগ্রেস ব্যাটার
খেলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৩:০৩
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের লড়াই শুরু হতে আর কয়েকদিন বাকি। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে খেলার মতো দল পায়নি টাইগ্রেসরা। ফলে অনূর্ধ্ব-১৫ ছেলে দল নিয়ে তিন দলের নতুন সিরিজ আয়োজন করেছিল বিসিবি। ক্রিকেট বোর্ডের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন টাইগ্রেস ওপেনার শারমিন আক্তার সুপ্তা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্রিকেট তো জীবনের মতোই। আপনি ভুল করবেন, প্রতিদিন সেসব থেকে শিখবেন। প্রস্তুতির হিসেব করলে বিসিবি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সেরা চেষ্টাটাই করেছে। তবে আমাদের এফটিপিতে ফাঁকা জায়গা ছিল বলে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করা আর সম্ভব হয়নি। কারণ সব বড় দলই খেলার মধ্যে ছিল।’
অনূর্ধ্ব-১৫ ছেলে দলের বিপক্ষে বলার মতো লড়াই করতে পারেনি জ্যোতি-নাহিদার দল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচেই হেরেছে মেয়েরা। আচমকা ব্যাটিং ধসই নারীদের পরাজয়ের মূল কারণ হিসেবে দেখা গিয়েছে। তবে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে দারুণ লড়াই করেছে নাহিদার দল। ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে হেরেছিল মেয়েরা।
ম্যাচ হেরেও বিসিবির আয়োজনকে সাধুবাদ জানিয়ে সুপ্তা বলেন, ‘আমি মনে করি বিসিবির উইমেন্স চ্যালেঞ্জ কাপে অ-১৫ ছেলেদের দলকে যোগ করাটা বেশ ভালো একটা উদ্যোগ ছিল। তারা এই আসরে বেশ ভালো খেলেছে। আমরা এখানে বেশ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি। আমরা সিলেট বিভাগের অ-১৭ দলের সঙ্গেও খেলেছি এই সিরিজের আগে।’
গত এপ্রিলে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ নারী দল। পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৭ উইকেটের সে হারের পর থেকে আর মাঠে নামেনি টাইগ্রেসরা। ফলে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নতুন দলকে খুঁজেছিল বিসিবি। কিন্তু সেই আয়োজন সম্ভব না হওয়ায় ছেলেদের সঙ্গে খেলেছিল জ্যোতিরা।
এমআই