
৪৮টি ক্যাচ ও ৯৮টি রান আউট মিস!
খেলা ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অদ্ভুত ক্যাস মিস, নতুন কিছু নয়। বিশ্বসেরা দলের তকমা পাওয়া এই দলের ক্রিকেটারদের প্রায়ই ক্যাচ ছাড়তে দেখা যায়। তবে বাজে ফিল্ডিংয়ে রেকর্ডের চূড়ায় জায়গা নিয়েছে পাকিস্তান। পূর্ণ সদস্যের দলের মধ্যে গেল এক বছরে সবচেয়ে বাজে ফিল্ডিং করেছে বাবর-রিজওয়ানরা।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর মতে, গত দেড় বছরে সবচেয়ে বাজে ফিল্ডিং করা দলগুলোর একটি পাকিস্তান! আন্তর্জাতিক ক্রিকেটের ১২টি পূর্ণ সদস্যের দলের মধ্যে ক্যাচিং দক্ষতায় পাকিস্তানের অবস্থান আয়ারল্যান্ডের সাথে যৌথভাবে অষ্টম। প্রতি ১০০টি ক্যাচের মধ্যে ১৯টি ক্যাচই ছেড়েছে এই দুই দেশের ক্রিকেটাররা।
ক্রিকবাজ জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে পাকিস্তান ৪৮টি ক্যাচ ফেলেছে, ৯৮টি রান আউট মিস করেছে এবং ৮৯ বার মিসফিল্ডিং করেছে। ৪১টি দলের মধ্যে ক্যাচ মিস ও রান আউট মিসে পাকিস্তানই শীর্ষে। আর মিসফিল্ডিংয়ে তাদের অবস্থান দুই নম্বরে।
৯০টি মিসফিল্ডিং করে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। এই সময়ের মধ্যে ১৬ বার ওভারথ্রো থেকে বাড়তি রান দিয়েছেন পাকিস্তানের ফিল্ডাররা। পূর্ণ সদস্যের বাকি দেশগুলোর মধ্যে পাকিস্তানের মতো এমন বাজে ফিল্ডিং খুব কম দেশই করেছে।
পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের প্রসঙ্গ অবশ্য গতকালের ম্যাচ থেকে এসেছে। আফগানিস্তানের তিনটি ক্যাচ ছেড়েছে সালমান আঘার দল। আফগানদের হয়ে ৬৪ রান করা সাদিকউল্লাহ অটলের ব্যাটিংয়ের কাছে ধরাশায়ী হয়েছে পাক বোলাররা। শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে ১৮ রানে হেরে যায় পাকিস্তান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক পাকিস্তান দলের ফিল্ডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করলে চটে যান হারিস রউফ। এই পেসার জবাব দেন, ‘আমার মনে হয় আপনি হয়তো ম্যাচটি সঠিকভাবে দেখেননি। আমরা এমন বড় কোনো ভুল করিনি। ম্যাচটা আবার দেখলে বুঝবেন, ফিল্ডিং মোটেও খারাপ হয়নি।’
এমআই