
নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা
খেলা ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭
আন্তর্জাতিক যুব ক্রিকেটের অংশ হিসেবে আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল। সফরে দুটি তিনদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ (ওয়ানডে) খেলবে লঙ্কান যুব দল। সফরের সময়সূচি ২৪-২৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত হলেও এখনো ভেন্যু ও চূড়ান্ত সূচি নির্ধারিত হয়নি।
এই সফরকে সামনে রেখে আজ (শুক্রবার) থেকে সাভারের বিকেএসপিতে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ৩০ জন সম্ভাবনাময় ক্রিকেটারকে নিয়ে এই ক্যাম্প চলবে তিন সপ্তাহ, যা শেষ হবে ২৫ সেপ্টেম্বর। এরপর কিছুদিন বিরতির পর আরও দুই সপ্তাহের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প আয়োজন করা হবে।
ক্যাম্প শেষে চূড়ান্ত ১৫ সদস্যের দল নির্বাচন করা হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য। গত বছর একই ক্যাম্পে ২৯ জন অংশ নিয়েছিল, এবার একজন বাড়িয়ে সংখ্যা করা হয়েছে ৩০ জন। এই দলে আছেন চাঁপাইনবাবগঞ্জের পেসার তানভীর হোসেন দ্বীপও, যিনি এরইমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন।
বিকেলে পাঁচটায় সব খেলোয়াড়কে রিপোর্ট করতে বলা হয়েছে বিকেএসপিতে, যেখানে উপস্থিত থাকবেন কোচ হান্নান সরকার। তিনি জানান, ‘আশা করছি এবারের ক্যাম্প ভালোভাবে শেষ হবে। ক্রিকেটারদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। যারা ভালো করবে, তাদের জন্য ভবিষ্যতের দুয়ার খুলে যাবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, যুব পর্যায়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই সফর গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এমআই