Advertisement
Us Bangla Airlines
বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকির অভিযোগ

বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকির অভিযোগ

খেলা ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ। তবে এর মাঝেই বুলবুলকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছে।

বিষয়টি সামনে আসার পর বিসিবির পক্ষ থেকে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করতে এবং একজন সরকারি গানম্যান নিয়োগের অনুরোধ জানানো হয়। যদিও চিঠিতে সরাসরি হুমকির বিষয়টি উল্লেখ করা হয়নি।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনে সভাপতির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন, তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় একজন গানম্যান নিয়োগ জরুরি।’

টানা তিন সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন বুলবুল 

পরে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল জানান, অজ্ঞাত নম্বর থেকে কয়েকদিন আগে তাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ফোন দিয়ে বলা হয়, ‘ইলেকশন না করলে হয় না?’ না করলেই ভালো হয়। বিষয়টি আতঙ্কজনক। নিরাপত্তা এখন বড় চিন্তার বিষয়।’

প্রসঙ্গত, বিসিবির নেতৃত্বে সম্প্রতি বড় ধরনের পরিবর্তন আসে। গত বছর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া ফারুক আহমেদকে মে মাসে সরিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সুপারিশে বোর্ড পরিচালকের দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেয়ার পর থেকে বোর্ডের সংস্কার ও নতুন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছিলেন তিনি।

এমআই