Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কার ১৭ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কার ১৭ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক

২৮ আগস্ট ২০২৫, ১৪:৩৪

এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে। নতুন সিরিজকে ঘিরে আজ বৃহস্পতিবার ১৭ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দলটির সামাজিক মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়।

জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দলটির নিয়মিত অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া লঙ্কান স্কোয়াডে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। দলে ফিরেছেন নুয়ানিদু ফার্নান্দো, কামিল মিশারা, দুশন হেমন্থ ও দুশমন্থ চামিরা।

বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। সেই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার দিনেশ চান্দিমাল, আভিষকা ফার্নান্দো; লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে ও পেসার ইশান মালিঙ্গা। বাংলাদেশ সিরিজে চান্দিমাল, ফার্নান্দো ও ভ্যান্ডারসে খেললেও তাদের থেকে বলার মতো পারফরম্যান্স পায়নি শ্রীলঙ্কা।

এদিকে এশিয়া কাপের জন্য বাকি সাত দল স্কোয়াড ঘোষণা করলেও এখনো পিছিয়ে শ্রীলঙ্কা। শোনা যাচ্ছে, জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। আগামী ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আসালাঙ্কারা। এরপর এশিয়া কাপে পাড়ি জমাবে তারা।

একনজরে শ্রীলঙ্কার স্কোয়াড

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, বিশেন হালমাবাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশন হেমন্থ, মথিশা পাথিরানা, নুয়ান তুষারা, দুশমন্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।

এমআই