Advertisement
Us Bangla Airlines
সিরিজ জিতে নতুন কীর্তি গড়তে চায় বাংলাদেশ

সিরিজ জিতে নতুন কীর্তি গড়তে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ১৩:১৪

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় মাত্র ৭টি, বিপরীতে হার ১২টি। ৭ জয়ের ৪ ম্যাচই আবার শ্রীলঙ্কার মাটিতে জিতেছে লাল-সবুজের দল। তবে লঙ্কানদের বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল।

গেল বছর দেশের মাটিতে সিরিজে সমতা এনেও শেষ পর্যন্ত পরাজয় গুনেছিল শান্ত-লিটনরা। এবার শ্রীলঙ্কার মাটিতে আবার সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশর সামনে। ডাম্বুলায় লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। কলম্বোতে সিরিজের শেষ ম্যাচ জিতলেই নতুন কীর্তিতে নাম লেখাবে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিততে পারবে বাংলাদেশ। আবার লঙ্কানদের মাটিতে কখনোই কোনো সিরিজ না জেতার রেকর্ডে পরিবর্তন আনবে টাইগাররা। ফলে এমন সুযোগকে নিজেদের করে নিতে মুখিয়ে লাল-সবুজের দল।

২ রানের জন্য রেকর্ড গড়া হলো না বাংলাদেশের

গতকাল ডাম্বুলায় ম্যাচ জয়ের পর সিরিজ জয়ের প্রত্যয় শুনিয়েছেন শামীম হোসেন। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। টি-টোয়েন্টিতে এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি, যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। জেতার আত্মবিশ্বাস সবসময় থাকে। জিততে পেরেছি এটা ভালো লাগছে।’

সিরিজে সমতা আনার ম্যাচে বেশ অবদান ছিল শামীমের। ব্যাট হাতে ২৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। কারও না কারও রিস্ক নিতেই হবে। আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি।’

নিজের ব্যাটিং নিয়ে শামীম আরও বলেন, ‘এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই এমন, যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।’ 

এমআই